শ্যামনগর

নুরনগর দক্ষিন হাজীপুর সার্বজনীন রাধা কৃষ্ণ মন্দিরে ১৬ প্রহর মহানাম সংকীর্ত্তণ

By daily satkhira

April 28, 2018

পলাশ দেবনাথ নুরনগর : শ্যামনগর উপজেলার নুরনগরে দক্ষিন হাজীপুর রাধা কৃষ্ণ মন্দিরে ৪৩ তম বার্ষিক ১৬ প্রহর ব্যাপী মহানাম সংর্কীতন অনুষ্ঠিত হয়েছে। গত ২৭শে এপ্রিল মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে আমন্ত্রণ ও শুভ অধিবাস পর্ব শেষ করে মূল অনুষ্ঠান শুরু হয়। শুক্রবার ও শনিবার দিন-রাত্র ব্যাপী পূর্ণ নাম সংর্কীতন চলে। মহানাম সংর্কীতন অনুষ্ঠানে নামামৃত পরিবেশন করেন নুরনগরে মাধ্বাচায্য সম্প্রদায়, কুমিল্লার মোহন লাল সম্প্রদায় মাষ্টার নিখিল সরকার, খুলনার জ্যোতিশ্রী সম্প্রদায় মাষ্টার পূর্ণিমা সরকার, খুলনার মা যশোদা সম্প্রদায় মাষ্টার শিখা রানী সরকার, সাতক্ষীরার অষ্টসখী সম্প্রদায় মাষ্টার পূর্ণিমা রাণী, সাতক্ষীরার ভক্ত জয়দেব সম্প্রদায় মাষ্টার বিধান চন্দ্র সরকার, সাতক্ষীরার মামা ভাগ্নে সম্প্রদায় মাষ্টার হরিদাস বাবু। উক্ত অনুষ্ঠনে পৌরহিত্য করেন দেবহাটা পাটবাড়ির পুরোহিত তপন দাস গোস্বামী ও তার পুত্র পলাশ গোস্বামী। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন নুরনগরের মাধ্বাচার্য্য সম্প্রদায়। ২৯ শে এপ্রিল রবিবার মধ্যাহ্নে অনুষ্ঠিত হবে কুঞ্জভঙ্গ, নগর পরিক্রমা ও মহা উৎসব। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জি এম হাবিবুর রহমান হবি, মন্দির কমিটির সভাপতি ধর্ম অনুরাগী ধর্মদাস কর্মকার, সাধারন সম্পাদক কাশিনাথ দেবনাথ, নন্দদুলাল কর্মকার, প্রবীন শিক্ষক গোপীনাথ ঘোষ, বাবু পরিমল সাহা প্রমুখ।