আশাশুনি

আশাশুনির শ্রীউলায় খাস জমির দখল নিয়ে সংঘর্ষে দুই পক্ষের আহত-৭

By daily satkhira

April 28, 2018

আশাশুনি ব্যুরো: আশাশুনির শ্রীউলায় খাস জমির দখল নিয়ে সংঘর্ষে দুই পক্ষের মোট ৭ জন আহত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার শ্রীউলা ইউনিয়নের কলিমাখালী গ্রামে এ ঘটনা ঘটে। জানাগেছে, কলিমাখালী গ্রামে মৃত ছবেদ আলী সরদারের পুত্র শওকত সরদার ও পরিবারের লোকজন তার বাড়ী সংলগ্ন ৮ কাঠা চরভরাটি খাস জমি দীর্ঘদিন যাবত ভোগদখল করে আসছেন। তার প্রতিপক্ষ একই গ্রামের ফজলে গাজীর পুত্র ওসমান গনি তার লোকজন প্রায় ৩ মাস আগে থেকে ঐ জমি জবর দখলের পায়তারা করে আসছিল। প্রত্যক্ষদর্শী সুত্রে জানাগেছে, শনিবার দুপুরে ওসমান গনি তার পুত্র হযরত আলী, কামাল গাজীর পুত্র তাসকিন ও জিয়াউর, এবং আজিজ সরদারের পুত্র মুজাহেদুল লোকজন নিয়ে উক্ত জমি জবর দখল করতে যায়। তারা ঘরবাড়ি ভাংচুর করতে থাকলে শওকতের লোকজন বাঁধা দিলে হামলাকারিরা তাদের বেধড়ক মারপিট শুরু করে। এতে গুরুতর আহত হয় শওকত (৬৫) নিজে, তার পুত্র আবুল কালাম (৩২), স্ত্রী রুপিয়া খাতুন (৬০), পুত্রবধু লাকিয়া (৩০) ও আব্দুস সালামের স্ত্রী তাজবিলিন (২৫)। তাদেরকে আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে রুপিয়ার অবস্থা আশংকাজনক। এ ঘটনায় ফজলে গাজী গংদের দুই জন মারাত্বক যখম হয়েছে তাদেরকে সাতক্ষীরা সদরে নিয়ে যাওয়া হয়েছে বলে জানাগেছে।