ভিন্ন স্বা‌দের খবর

গাধাকেও সরকারি পরীক্ষায় ‘সুযোগ’ দেওয়া হলো!

By Daily Satkhira

April 28, 2018

গরুর পর গাধা। বছর দুই আগে ভারতের অধিকৃত জম্মু-কাশ্মীরের প্রফেশনাল এন্ট্রান্স বোর্ড পরীক্ষায় অ্যাডমিটে কার্ডে গরুর ছবি দেখা গিয়েছিল। যা নিয়ে তুমুল বিতর্ক হয়েছিল। দু’বছর পর ফের একই চিত্র। এবারও ঘটনাস্থল সেই জম্মু-কাশ্মীর। তবে এবার গরু নয়, তার জায়গায় ঠাঁই পেয়েছে গাধা।

জম্মু-কাশ্মীরের এসএসবি পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড বিতরণ করা হয়। সেখানে দেখা যায় একটি অ্যাডমিট কার্ডে গাধার ছবি রয়েছে। অ্যাডমিট কার্ডে নামের জায়গায় লেখা রয়েছে কাচুর খার। ১৯৯০ সালে নাকি তার জন্ম হয়েছে।

অ্যাডমিট কার্ডের ছবিটি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াতেও। অনেকেই এই বিষয়টিকে নিয়ে ট্রল করতে শুরু করেছেন। তবে এই ঘটনায় নিজেদের গাফিলতি মানতে রাজি নন জম্মু-কাশ্মীরের এসএসবি বোর্ডের চেয়ারম্যান সিমরনদীপ সিংহ।

তার দাবি, গোটা প্রক্রিয়াটি কম্পিউটারের মাধ্যমে করা হয়। ফলে তাদের কিছুই করার থাকে না। কিছু লোক এটাকে নিয়ে হাসি-ঠাট্টায় মেতেছেন। পরীক্ষা হলে যখন কোনও পরীক্ষার্থী আসেন তখন অ্যাডমিট কার্ড যাচাই করেই পরীক্ষায় বসতে দেওয়া হয়।