ফিচার

সাতক্ষীরায় নাগরিক আন্দোলন মঞ্চের মতবিনিময় সভা অনুষ্ঠিত

By Daily Satkhira

April 28, 2018

প্রেস বিজ্ঞপ্তি: জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে সাতক্ষীরার প্রাণসায়র খাল, বেতনা, মরিচ্চাপ, কপোতাক্ষ সহ জেলার সকল নদী-খাল ও সংযোগ খাল গুলি অভিলম্বে খনন করা না হলে সাতক্ষীরা জেলা ব্যাপী জলাবদ্ধতার সৃষ্টি হবে। সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। পৌরসভার বাসিন্দাদের প্রতিদিন এক লক্ষ ৪০ হাজার লিটার পানির প্রয়োজন। পৌরসভা প্রতিদিন ৬৪ হাজার লিটার পানি দিলেও সেই পানি ব্যবহারের একেবারেই অযোগ্য। পৌরসভার পাইপ লাইনের পানি ব্যবহার করে নানা ধরনের রোগের সৃষ্টি হচ্ছে। বাটকেখালী পানির প্লানটি দ্রুত চালু করা না হলে সাতক্ষীরা পৌরসভার নাগরিকরা মারাত্বক ঝুকির মধ্যে পড়বে। সাতক্ষীরা মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবী সাতক্ষীরা পাবলিক বিশ্ববিদ্যালয়। ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করছে। তারই ধারাবাহিকতায় খড়িবিলা বিল আবাদানির সম্প্রতি উদ্ধার হওয়া ৩’শ বিঘা সরকারি খাস জমি সাতক্ষীরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের নামে বরাদ্ধ দেওয়া এবং অন্য কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বরাদ্ধ না দেওয়ার জন্য আহবান জানান। রেল লাইন, সকল রাস্তাঘাট সংস্কার, সুন্দরবন কে পর্যটন কেন্দ্র হিসাবে ঘোষণা করা সহ জেলা ব্য্পাী বিভিন্ন সমস্যা দ্রুত সমস্যার সমাধান করার জন্য জেলা প্রশাসক ও পৌর মেয়র এর প্রতি আহবান জানান।  শনিবার বিকাল ৪টায় সাতক্ষীরা পুরাতন আইনজীবী ভবনে নাগরিক আন্দোলন মঞ্চের এক মতবিনিময় সভা নাগরিক আন্দোলন মঞ্চের আহবায়ক এড. ফাহিমুল হক কিসলুর সভাপতিত্বে ও সদস্য সচিব আলী নুর খান বাবুলের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুল হামিদ, বীর মুুক্তিযোদ্ধা সুভাষ সরকার, জেলা নাগরিক কমিটির যুগ্ম আহবায়ক সুধাংশু শেখর সরকার, সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, হাফিজুর রহমান মাসুম, স্বপন কুমার শীল, নিত্যানন্দ সরকার, এম এ জলিল, ইদ্রিস আলী, আবু তালেব মোল্লা, অপরেশ পাল, সুরেশ পান্ডে, শেখ সিদ্দিকুর রহমান, স ম তুহিন, সাকিব মোড়ল, এড. মুনির উদ্দীন, মনিরুজ্জামান, রওনক বাশার, সালাউদ্দীন মোঃ ইকবাল, দিপংকর মন্ডল, নির্মল সরকার, সাদিকুর রহমান প্রমুখ। সভায় বীর মুক্তিযোদ্ধা সাবেক সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার ইনামুল হক বিশ্বাসের স্মরণ সভা ও স্মরণিকা প্রকাশের সিন্ধান্ত গ্রহণ করা হয় এবং এ উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকারকে আহ্বায়ক করে স্মরণসভা আয়োজক কমিটি ও হাফিজুর রহমান মাসুমকে আহবায়ক করে স্মরণিকা প্রকাশনা কমিটি গঠন করা হয়। মতবিনিময় সভা শেষে জলাবদ্ধতা সমস্যা চিহ্নিত করার জন্য সাতক্ষীরা জেলার বিভিন্ন খালের বর্তমান অবস্থা মাল্টিমিডিয়া প্রজেক্টরের সাহায্যে পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন করেন নাগরিক আন্দোলন মঞ্চের সদস্য জি এম মনিরুজ্জামান।