ফিচার

দেশের কৃষকরাই আসল বৈজ্ঞানিক- সাতক্ষীরায় ড. বীরেশ কুমার গোস্বামী

By Daily Satkhira

April 29, 2018

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় সরিষা, মুগ ও চীনাবাদাম প্রক্রিয়াজাত করন ও বীজ সংরক্ষণ বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্র সাতক্ষীরার আয়োজনে এবং এসআরএসডি প্রকল্পের অর্থায়ণে বিনা উপকেন্দ্রের হলরুমে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্র সাতক্ষীরার বৈজ্ঞানিক ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল আরাফাত তপুর সভাপতিত্বে কৃষক প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিনা ময়মনসিংহ মহাপরিচালক ড. বীরেশ কুমার গোস্বামী। এসময় তিনি বলেন, ‘দেশের কৃষকরাই আসল বৈজ্ঞানিক। দেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষকদের স্বনির্ভরশীল করে গড়ে তুলতে হবে। বাংলার প্রতিটি মাটির কনাকে কাজে লাগিয়ে খাদ্য শস্য উৎপাদনে বিপ্লব ঘটাতে হবে। এজন্য বৈজ্ঞানিক কর্মকর্তারা অক্লান্ত পরিশ্রম করে বিভিন্ন জাত উদ্ভাবন করছে।’ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উদ্ভিদ প্রজনন বিভাগ বিনা ময়মনসিংহ ড. আবুল কালাম আজাদ, বিনা মযমনসিংহ উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কামরুজ্জামান, সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা শিমুল মন্ডল ও বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্র সাতক্ষীরার সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আলমগীর কবির প্রমুখ। কৃষক প্রশিক্ষণে উপস্থিত ছিলেন উপসহকারি কৃষি অফিসার কিরণ¥য় সরকার, শওকত হায়দার, শ্যামল কুমার দাস, কামরুজ্জামান ডালিম। কৃষক প্রশিক্ষণে ৭০ জন কৃষক/কৃষাণী ও ১০ জন উপসহকারি কৃষি অফিসার অংশ নেয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্র সাতক্ষীরার সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আলমগীর কবির।