দেবহাটা

দেবহাটায় আসামী ধরতে দিয়ে ২ পুলিশ আহত, চিকিৎসা নিয়ে অসন্তোষ

By daily satkhira

April 29, 2018

কে.এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো ॥ দেবহাটায় ইয়াবাসহ আসামী ধরতে দিয়ে দেবহাটা থানার ২ পুলিশ আহত হয়েছে। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে আহত ২ পুলিশ সদস্যকে সখিপুরস্থ দেবহাটা উপজেলা হাসপাতালের চিকিৎসার জন্য নিয়ে গেলে সেখানের অব্যবস্থাপনা ও কর্তব্যরত চিকিৎসকের ব্যবহারে অসন্তোষ প্রকাশ করেছেন দেবহাটা থানার ওসি কাজী কামাল হোসেন, দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য মনিরুজ্জামান মনি এবং সখিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য সরদার আমজাদ হোসেন। জানা গেছে, রবিবার সকাল ১১ টার দিকে দেবহাটা থানার এএসআই আলাউদ্দীন ও পুলিশ সদস্য হানিফ উপজেলার টাউনশ্রীপুর এলাকায় ইয়াবা সহ আসামী ধরার জন্য যায়। পুলিশ দেখে ইয়াবা ব্যবসায়ীরা মটর সাইকেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশও তাদেরকে ধাওয়া করে। এক পর্যায়ে এএসআই আলাউদ্দীন মটর সাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে রাস্তায় পড়ে গেলে তিনি সহ পুলিশ কনস্টেবল হানিফ আহত হয়। সংবাদ পেয়ে দেবহাটা থানার ওসি কাজী কামাল হোসেন সাথে সাথে তাদেরকে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মেডিকেল অফিসার নাসরিন পুলিশের সাথে অসৌজন্যমূলক ব্যবহার করেন। খবর পেয়ে দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য মনিরুজ্জামান মনি এবং সখিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য সরদার আমজাদ হোসেন হাসপাতালে যান। ওসি কামাল জানান, তিনি আহত ২ পুলিশ সদস্যকে চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক নাসরিনকে জানালে তিনি বাইরে থেকে ফাস্ট এইড পভিসেফ বা সকল প্রকারের ঔষধ বাইরে থেকে নিয়ে আসতে বলেন। ওসি জানান, তিনি তখন তাকে সরকার কর্তৃক নির্ধারিত কোন ঔষধ বা এমনকি পভিসেফ নেই তার কারন জিজ্ঞাসা করলে মেডিকেল অফিসার নাসরিন খারাপ আচরন করেন। উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি জানান, একটি উপজেলা হাসপাতালে কোন ঔষধ নেই এমনকি পভিসেফ নেই এটা খুবই দুঃখজনক। তিনি বলেন, সকল স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সরকার যেখানে নানামুখী উদ্যোগ গ্রহন করেছে এমনকি বিনামূল্যে সকল প্রকারের ঔষধের ব্যবস্থা করেছে সেখানে হাসপাতালে পভিসেফ নেই এটা খুবই কষ্টদায়ক। সখিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য সরদার আমজাদ হোসেনও এটা দুঃখজনক বলে জানান। তারা জানান, আগামীতে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় বিষয়টি তুলে ধরে উপযুক্ত ব্যবস্থা গ্রহন করা হবে। হাসপাতালের টিএইচও ডাঃ আব্দুল লতিফ সরবরাহ না থাকার কারনে এটা হয়েছে বলে জানান। পরে আহত ২ পুলিশ সদস্যকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।