সাতক্ষীরা

ই,এফ, সুমেখার টেকনোলজি জাসটিস কর্ণারের উদ্বোধন

By daily satkhira

November 16, 2016

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি উন্নয়ন সংস্থা প্রাকটিক্যাল এ্যাকশনের প্রতিষ্ঠাতার নামানুসারে সাতক্ষীরায় ই,এফ, সুমেখার টেকনোলজি জাসটিস কর্ণারের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে সাতক্ষীরা পৌরসভা চত্বরে এ ভবনের উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। পরে সাতক্ষীরা পৌরসভা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রাকটিক্যাল এ্যাকশনের ইন্টারন্যাশনাল ডাইরেক্টর মিস এমি মিনার সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর মেয়র আলহাজ্ব তাজকিন আহমেদ চিশতি, প্রাকটিক্যাল এ্যাকশনের কান্ট্রি ডাইরেক্টর মিস হাসিন জাহান, পৌর কাউন্সিলর শফিক-উ-দ্দৌলা সাগর, মহিলা কাউন্সিলর জোছনা আরা প্রমুখ। আলোচনা সভায় জানানো হয়, ২০১১ সাল থেকে প্রাকটিক্যাল এ্যাকশন প্রতিষ্ঠানটি পৌরসভায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছেন। বর্তমানে তারা উন্নত উপায়ে বাসাবাড়ির আবর্জনা ও বর্জ্য সংগ্রহ করে তা থেকে উন্নত মানের সার ও গ্যাস উৎপাদনের কাজ করছে। আলোচনা সভায় আরো জানানো হয়, ই,এফ, সুমেখার টেকনোলজি জাসটিস কর্নার থেকেই প্রাকটিক্যাল এ্যাকশন ও সাতক্ষীরা পৌরসভা কর্তৃক তৈরিকৃত বিভিন্ন টেকনোলজি প্রদর্শন করা হবে।