শ্যামনগর

শ্যামনগরে জমি বিরোধে মামলা, বাদীকে হুমকী

By daily satkhira

November 16, 2016

শ্যামনগর ব্যুরো: শ্যামনগরের হরিনগরে জমি বিরোধেকে কেন্দ্র করে মারপিট ও ক্ষতি সাধনের অভিযোগে মামলা হয়েছে। বিজ্ঞ আদালতে সি.আর,পি মামলা নং ২২৮ ও শ্যামনগর থানা মামলা নং-০১। মামলাটি দায়ের করেন-হরিনগর গ্রামের আঃ মজিদের পুত্র মাহফুজুর রহমান। মাহফুজুর রহমানের দায়েরকৃত অভিযোগে জানা যায়, সাতক্ষীরা অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মহিবুল হাসান স্বাক্ষরিত এক নির্দেশ পত্রে ৩ দিনের মধ্যে বিষয়টির উপর এজাহার হিসাবে গণ্য করতে শ্যামনগর থানা কে নির্দেশনা দেওয়া হয়। ফলে শ্যামনগর থানা গত ১ নভেম্বর হরিনগর(মক্তব)গ্রামের শওকত আলি বৈদ্য ,আঃ হামিদ,গফফার মোল্যাসহ ১৩ জন কে আসামি করে মামলাটি রেকর্ড হয়। বর্তমানে আসামিরা প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে এবং মামলার বাদী মাহফুজুর রহমানকে খুন ,জখম,মিথ্যা মামলা সহ তার পরিবারকেও নানাবিধ হুমকী অব্যাহত রেখেছে আসামীরা। এমনকি এ মামলাটি থেকে আসামিরা অব্যহতি পেতে ও ভিন্নখাতে প্রবাহিত করতে পুলিশ প্রশাসন কে ম্যানেজ করতে দৌড়ঝাপ শুরু করেছে মর্মে মাহফুজুর অভিযোগ করেন। মামলার বাদী নিরীহ ও অসহায় গরীব হওয়ায় দারুণ নিরাপত্তাহীনতায় ভুগছে। এ ব্যাপারে শওকত বৈদ্য জানান, জমি বিরোধে তাদের নামে মামলা হয়েছে সত্য,ঐ জমিতে নিষেধাজ্ঞা সংক্রান্ত কাজে শ্যামনগর থানা পুলিশ তাদের বাড়িতে আসেন।