ভিন্ন স্বা‌দের খবর

আইসক্রিমের মধ্যে মরা ইঁদুর, ক্ষতিপূরণ দাবি নারীর!

By Daily Satkhira

May 01, 2018

অনেকে বলে থাকেন, চীনারাই আইসক্রিমের উদ্ভাবক। তবে সম্প্রতি তীব্র গরমে আইসক্রিম খাওয়ার সাধ হয়েছিল চীনের হুয়াইয়ান শহরের বাসিন্দা ইয়াং জিনরু নামে এক নারীর। কিন্তু আইসক্রিমে প্রথম কামড় দেওয়ার পরই তিনি বুঝতে পারেন তার মধ্যে শক্ত কিছু একটা রয়েছে। আরেকটু খাওয়ার পরেই ওই আইসক্রিমের মধ্য থেকেই বেরিয়ে আসে একটি লেজ। ওই নারীর বুঝতে অসুবিধা হয় না যে, ওই আইসক্রিমের মধ্যে ঠিক কী আছে। পরে ওই নারী অভিযোগ করেছেন, তার আইসক্রিমের মধ্যে একটি মরা ইঁদুর ছিল। খবর খালিজ টাইমস।

ইয়াং জানান, প্রথমে তিনি ভেবেছিলেন কোনো পোকা রয়েছে আইসক্রিমের মধ্যে। কিন্তু কিছুক্ষণ পরেই তিনি বুঝতে পারেন, আইসক্রিমটির মধ্যে একটি মরা ইঁদুর রয়েছে। ভিডিও করে সেটি তিনি শেয়ার করেন সামাজিক যোগাযোগের মাধ্যমে। ইয়াং জিনরু আইসক্রিমটি নিয়ে দোকানে ফিরে যান। দোকানদার ভুল বুঝতে পেরে প্রায় একডজন আইসক্রিম তাকে দেবেন বলে জানান। কিন্তু ইয়াং সেই প্রস্তাব নাকচ করে দেন। তখন ক্ষতিপূরণ বাবদ ইয়াংকে আট হাজার টাকা থেকে ২১ হাজার টাকা পর্যন্ত দিতে চান ওই দোকানদার। কিন্তু সেই প্রস্তাবও ফিরিয়ে দিয়ে ইয়াং বিষয়টি মিটমাট করতে পাঁচ লাখ টাকা দাবি করেছেন।