সাতক্ষীরা

কলারোয়া উপজেলা দলকে ৫-০ গোলে উড়িয়ে দিল সদর উপজেলা দল

By daily satkhira

November 16, 2016

নিজস্ব প্রতিবেদক : জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৬ এর দ্বিতীয় দিনের জাঁকজমকপূর্ণ খেলায় কলারোয়া উপজেলা দলকে ৫-০ গোলে উড়িয়ে জয়লাভ করেছে সদর উপজেলা দল। বুধবার বিকালে সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় এবং জেলা ক্রীড়া সংস্থার সহযেগিতায় ৬ষ্ঠ জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টর দ্বিতীয় দিনের খেলা উপভোগ করেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.এফ.এম এহতেশামূল হক, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খান, কলারোয়া উপজেলা চেয়ারম্যান শেখ ফিরোজ আহমেদ স্বপন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর হোসেন সজল, কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী জেলা প্রশাসক পত্মী সেলিনা আফরোজ, সদর সহকারি কমিশনার (ভূমি) মনিরা পারভীন, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মো. আজহার হোসেন, সাধারণ সম্পাদক এ.কে.এম আনিছুর রহমান, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মীর মাহমুদ হাসান লাকি, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জালাল উদ্দিন, জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি আহম্মদ আলী সরদার, সাধারণ সম্পাদক ইকবাল কবির খান বাপ্পি, ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ ফজলুর রহমান, ইউপি চেয়ারম্যান সামছুর রহমান, লাবসা ইউপি প্যানেল চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া বাবু, ট্রেজারার শেখ মাসুদ আলী, জেলা যুবলীগের আহবায়ক মো. আব্দুল মান্নানসহ অসংখ্য ক্রীড়ামোদি দর্শক শ্রোতারা খেলাটি উপভোগ করেন। সদর উজজেলা দল প্রথমার্ধের খেলায় ৪টি গোল করে এবং দ্বিতীয়ার্ধের খেলায় আরো ১টি গোল করে ফলে দ্বিতীয় দিনের খেলায় কলারোয়া উপজেলা দলকে ৫-০ গোলে পরাজিত করে সদর উপজেলা দল জয়লাভ করে। সদর উপজেলা দলের পক্ষে ১০ নং জার্সি পরিহীত খেলোয়াড় সুমন ২টি, ৮নং জার্সি পরিহীত জহির ১টি, ৯নং জার্সি পরিহীত মিলন ১টি ও ১১নং জার্সি পরিহীত খেলোয়াড় বাপ্পি ১টি গোল করে। খেলার রেফারী ছিলেন শেখ ইকবাল আলম বাবলু, সহকারি রেফারী ছিলেন মিজানুর রহমান, কবির হোসেন, সুকুমার দাস বাচ্চু। আজ বৃহস্পতিবার খেলবে আশাশুনি উপজেলা দল বনাম তালা উপজেলা দল।