নিজস্ব প্রতিবেদক : মে দিবস ও শ্রমিক সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা শ্রমিকলীগের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি সাতক্ষীরা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় জেলা শ্রমিক লীগের সভাপতি ছাইফুল করিম সাবু’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বক্তব্য রাখেন জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এম.এ খালেক, সহ-সভাপতি বিকাশ চন্দ্র দাস, জেলা তাঁতীলীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান নাসিম, সদস্য সচিব তুহিন খান, এড. তামিম আহম্মেদ সোহাগ, পৌর শ্রমিকলীগের সভাপতি মো. জোহর আলী, সাধারণ সম্পাদক মো. রমজান আলী, ইটাগাছা ভি.আই.পি ট্রাক, ট্যাংকলরী, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক শেখ শাহাঙ্গীর হোসেন শাহিন, নারকেলতলা জেলা ট্রাক-ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আব্দুর রকিব, সাধারণ সম্পাদক আব্দুল কাদের কাদু, পানি উন্নয়ন বোর্ড সিবিএ’র নাজমুল হোসেন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র যুগ্ম সম্পাদক মো. আব্দুল্লাহ সরদার।