ইসলাম ধর্মকে নিয়ে নতুন ছবি বানাচ্ছেন চিত্রনায়ক অনন্ত জলিল। ‘সন্ত্রাস নয় শান্তির ধর্ম ইসলাম’ এমন মূলভাবনাকে উপজীব্য করে চলচ্চিত্রটির চিত্রনাট্য নির্মাণ করছেন পরিচালক ছটকু আহমেদ। ছবির নাম ‘দ্বীন-দ্য ডে’। এতে অভিনয় করবেন চিত্রনায়ক অনন্ত জলিল ও তার স্ত্রী বর্ষা। এছাড়ও ইরান ও মরক্কো থেকে ছবির একজন নায়িকা ও বেশকিছু অভিনয়শিল্পী নেয়া হবে বলে জানা গেছে।
তবে ছবিটি ধর্মনির্ভর হলেও এতে নাচ গান সবই থাকবে বলে জানা গেছে। বাংলাদেশের দুই বন্ধুর দুই ভিন্নপথে এগিয়ে যাওয়ার সূত্র ধরে এগুবে ছবির কাহিনি। এছাড়া সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া সিরিয়ায় আমেরিকা, যুক্তরাজ্য ও ফ্রান্সের হামলাসহ আইএস এর নামে নিরীহ মানুষ হত্যার বিষয়গুলো উঠে আসবে চলচ্চিত্রে। ছবিটি চিত্রায়িত হবে মরোক্কো ও সিরিয়ায়।
ছবির চিত্রনাট্যকার ছটকু আহমেদ বলেন, ইসলাম তো টেরোরিজম সাপোর্ট করে না। ইসলামকে খারাপভাবে উপস্থাপন করে পশ্চিমা বিশ্ব কী ফায়দা লুটতে চায়? আন্তর্জাতিক এ গুরুত্বপূর্ণ ইস্যুটিকে কেন্দ্র করে এ ছবিতে ইসলামকে ইতিবাচকভাবে উপস্থাপন করা হবে।
তিনি জানান, অ্যাকশন নির্ভর ছবিটির শুটিং নভেম্বর মাসে শুরু হবে।