ফিচার

ঝড়-বৃষ্টিতে সাতক্ষীরার বিভিন্ন স্থানে ফসলের ব্যাপক ক্ষতি

By Daily Satkhira

May 02, 2018

নিজস্ব প্রতিবেদক: বুধবার বিকেলের কালবৈশাখী ঝড় ও ভারি বর্ষণে সাতক্ষীরার বিভিন্ন স্থানে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। নিম্নাঞ্চলের অনেক জায়গায় রাস্তাঘাট পানির নিচে তলিয়ে গেছে। কোথাও কোথাও ফসলি জমিতেও জমেছে হাঁটু পানি। কালবৈশাখীর কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন আম চাষিসহ মৌসুমি ফল চাষিরাও। তালা উপজেলার ধানদিয়া গ্রামের কৃষক ওবায়দুর রহমান বলেন, মাঠে ৩ বিঘা জমির ধান কাটা রয়েছে। বৃষ্টিতে জমিতে হাঁটু পানি জমে গেছে। অনেক ক্ষতি হয়ে গেল। ধান বিক্রি করে লাভ হবে ভেবেছিলাম। কিন্তু ধানগুলো এখনও বাড়িতে নিয়ে আসতে পারলাম না। আমচাষি শাহপুর গ্রামের বাবলুর রহমান জানান, বুধবার বিকেলের আকস্মিক ঝড়ে গাছের আম অর্ধেকের বেশি পড়ে গেছে। আবহাওয়া অফিস জানায়, খুলনাসহ আশপাশের এলাকায় আরও পাঁচদিন এমন ঝড়-বৃষ্টি হতে পারে। এসব এলাকায় কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার বা তার বেশি হতে পারে। সেই সঙ্গে বজ্রসহ ভারি বৃষ্টিও হতে পারে। কৃষি সম্প্রসারণ অধিদফতরের সাতক্ষীরা খামারবাড়ির উপ-পরিচালক কাজী আব্দুল মান্নান বলেন, বিকেলের হঠাৎ কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষকরা এখনও তাদের জমির ধান সব ঘরে তুলতে পারেননি। তবে ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।