আশাশুনি

আশাশুনিতে ট্রপিক্যাল সুগারবিট উৎপাদ সম্ভাবনার উপর মাঠ দিবস

By daily satkhira

May 03, 2018

আশাশুনি ব্যুরো: আশাশুনিতে ট্রপিক্যাল সুগারবিট উৎপাদনের সম্ভাবনার উপর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বুধহাটা ইউনিয়নের বৈউলা পুজা মন্দির মাঠে বেলা সাড়ে ১১টায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাঠ দিবস অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা কৃষি প্রশিক্ষন কর্মকর্তা ডা: নুরুল কাশেম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এসআইআরএফ ও বিএসআরআই এর মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড. সমজিৎ কুমার পাল। এসময় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশিক্ষন কর্মকর্তা ডা: নুরুল ইসলাম, সুগার কর্মকর্তা ড. আবু তাহের সোহেল, একেএম রাশেদুল ইসলাম, আশাশুনি রিপোর্টার্স ক্লাব মভাপতি মোস্তাফিজুর রহমান। কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন কৃষক শিবপ্রসাদ মন্ডল ও শিল্পী খাতুন এবং চাশীদের মধ্যে নুর ইসলাম ও সিদ্দীকুর রহমান। উপসহকারী কৃষি কর্মকর্তা জাহিদ হাসানেন পরিচালনায় বিএসআরআই এর সমন্বিত গবেষনা কার্যক্রম জোরদার করন প্রকল্পের অর্থায়নে এবং বাংলাদেশ মুগারক্রপ গবেষনা ইনস্টিটিউট ঈশ্বরদি, পারনার বাস্তবায়নে এসময় বক্তারা গ্রীষ্ম কালীন সুগারবিট উৎপাদনের উপর বিস্তারিত আলোচনা করেন। এসময় কৃষক মাঠ স্কুলের শিক্ষার্থীসহ এলাকার গন্যমিন্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।