আশাশুনি ব্যুরো: আশাশুনিতে দুস্থ মহিলা (উন্নয়ন) কর্মসূচী ও দরিদ্র মায়েদের জন্য মাতৃত্ব কালীন ভাতাভোগিদের ২০১৭-১৮ চক্র বছরের ভাতার চেক প্রদান করা হয়েছে। বুধহাটা ইউনিয়ন পরিষদ চত্বরে বৃহস্পতিবার বেলা আড়াইটায় এ খাদ্যশস্য ও চেক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মাফফারা তাসনীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মাদ ইফতেখার হোসেন। আশাশুনি মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এসময় বিশেষ অতিথি ছিলেন বুধহাটা ইউপি চেয়ারম্যান আ ব ম মোছাদ্দেক। মহিলা বিয়য়ক কর্মকর্তা ফাতেমাা জোহরার পরিচালনায় এসময় ইউপি সদস্যবৃন্দ ইউনিয়নের ভাতাভোগিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ১৩২ জনকে মাথাপিছু ৩০০০ টাকা করে মাতৃত্ব কালিন ভাতার চেক এবং ৩৯৭ জন দুস্থ মহিলার হাতে ৩০ কেজি করে ভিজিডি’র চাউল তুলেদেন প্রধান অতিথি।