তালা

তালায় অসহায় ও দরিদ্রদের শহিদ মুক্তিযোদ্ধাদের নামে ঘর বিতরণ

By Daily Satkhira

November 17, 2016

তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলায় অসহায় ও দরিদ্র ৩৪টি পরিবারের মধ্যে শহীদ মুক্তিযোদ্ধাদের নামে ঘর বিতরণ করেছে বেসরকারি সংস্থা ‘উত্তরণ’। বুধবার বিকেল উপজেলার জালালপুর ইউনিয়নের জালালপুর গ্রামের কপোতাক্ষ নদের তীরে বে-সরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ কর্তৃক বাস্তবায়িত এবং বাংলাদেশ সরকার ও মিজেরিওর জার্মানীর সহযোগিতায় উক্ত গৃহ হস্তান্তর অনুষ্ঠানের উদ্বোধন করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফরিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম। কলেজ শিক্ষক রেজাউল করিমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ কবীর হোসেন,  জেলা ওয়াকার্স পার্টির সম্পাদক উপাধ্যক্ষ মহিবুল ইসলাম, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক প্রণব ঘোষ বাবলু, কেন্দ্রীয় পানি কমিটির সভাপতি অধ্যক্ষ এবিএম সফিকুল ইসলাম, খেশরা ইউপি চেয়ারম্যান প্রভাষক রাজিব হোসেন রাজু, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, মুক্তিযোদ্ধা সুভাষ সরকার, এম ময়নুল ইসলাম, আলাউদ্দীন জোয়ার্দ্দার, আব্দুস সোবহান, উপজেলা ছাত্রলীগের সভাপতি সরদার মশিয়ার রহমান, উত্তরণ কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, সাধনা রানী গুহ, হাসিনা পারভীন, শহীদ মুক্তিযোদ্ধা আজিজের ভাই এলাহী বক্স এবং উপকারভোগি সালেহা বেগম। এ সময় প্রত্যেক পরিবারকে একটি করে সোলার প্যানেল বিতরণ করা হয়। উল্লেখ্য, তালা উপজেলার পাখিমারা বিলে জোয়ারাধার বাস্তবায়নের ফলে উচ্ছেদ হওয়া ৩৪ টি পরিবারের পুনর্বাসনের সহযোগিতা চেয়ে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা গত ১১ এপ্রিল ২০১৬ তারিখে একটি পত্র মারফত উত্তরণ-কে অনুরোধের প্রেক্ষিতে উত্তরণ জালালপুর গ্রামে সরকার প্রদত্ত খাসজমি ভরাট করে ৩৪টি ঘর তৈরির কাজ সম্পন্ন করেছে। উল্লেখিত পরিবারগুলোকে ইতিপূর্বে আরও ১৩ হাজার করে টাকা তাদের গৃহিত আয়মূলক কাজের জন্য প্রদান করা হয়েছে। এছাড়া পাখিমারা বিলে জোয়ারাধার ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ১১০ টি পরিবারকে ইউএনডিপি এর সহযোগিতায় ১৩ হাজার টাকা করে মোট ১৪ লক্ষ ৩০ হাজার টাকা এবং সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনাল এর আর্থিক সহযোগিতায় আরও ১৯৫ টি পরিবারকে ১৮ হাজার থেকে ২২ হাজার টাকা করে মোট ৩৫ লক্ষ ১০ হাজার টাকা তাদের গৃহিত বিভিন্ন আয়মূলক কর্মকান্ডে অনুদান হিসেবে দেওয়া হচ্ছে।