আশাশুনি

সাতক্ষীরায় কিশোরী সমাবেশ অনুষ্ঠিত

By daily satkhira

May 03, 2018

নিজস্ব প্রতিবেদক : “আমরা কিশোরী ফিস্টুলা মুক্ত দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার প্রতাপনগরে কিশোরী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে প্রতাপনগর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে উক্ত সমাবেশটি অনুষ্ঠিত হয়। আদ-দ্বীন ওয়েলফেয়ার ইউনিভার্সিটি ফিস্টুলা সেল্টার ও বঙ্গবন্ধু মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয় ফিস্টুলা কেয়ার প্লাস প্রকল্পের সহযোগিতায় সিভিল সার্জন ডা: তাওহিদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক স্বাস্থ্য মন্ত্রী ডা: আ ফ ম রুহুল হক এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক এমপি মোলেছুর রহমান, ডা: নাজমূল হুদা, ডা অরুণ কুমার ব্যানার্জী, আশাশুনি নির্বাহী কর্মকর্তা মাফ্ফরা তাসনিন, ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন প্রমূখ। বক্তারা, ১৮ বছরে আগে মেয়েদের বাল্য বিবাহ দিলে কি কি সমস্যা হতে পারে তা নিয়ে বিষদ আলোচনা করেন। প্রতাপনগর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থী ও মায়েরা অংশ গ্রহন করেন। এর আগে সেখানে বাল্য বিবাহ রোধে জারি গানের আয়োজন করা হয়।