সাতক্ষীরা

শ্যামনগরে উত্তেজনা ॥ ২০ দলীয় জোটের গোলাম রেজার কারণে এলজিআরডি প্রতিমন্ত্রির কর্মসূচি প্রত্যাখ্যান আওয়ামী লীগের

By daily satkhira

May 03, 2018

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার শ্যামনগরে শুক্রবার দুদিনের সফরে আসছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রি মসিউর রহমান রাঙ্গা। তার সফরসঙ্গী হচ্ছেন জাতীয় পার্টি ( কাজী জাফর ) এর প্রেসিডিয়াম সদস্য সাতক্ষীরার শ্যামনগরের সাবেক সংসদ সদস্য এইচএম গোলাম রেজা। শুক্রবার বিকালে উপজেলা পরিষদে প্রতিমন্ত্রি স্থানীয় সংসদ সদস্য, সাবেক সংসদ সদস্য ও নেতা আওয়ামী লীগের নেতাদের সাথে মতবিনিময় করবেন। তবে এই মতবিনিময় সভা নিয়ে আওয়ামী লীগের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে। তারা এ সভা প্রত্যাখ্যানের ঘোষনা দিয়েছেন। জানা গেছে গোলাম রেজা ২০ দলীয় জোটের নেতা হওয়ায় তার সাথে বৈঠকে বসতে রাজী নন শ্যামনগরের সংসদ সদস্য এসএম জগলুল হায়দর , সাবেক সাংসদ একেএম ফজলুল হক ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা। বৃহস্পতিবার রাতে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আতাউল হক দোলন বলেন ‘ নবম সংসদে জাপা (এরশাদ) সাংসদ থাকাকালে এইচএম গোলাম রেজা আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর নির্যাতন চালিয়েছেন। তার নির্যাতনে আওয়ামী লীগ নেতাকর্মীরা বাড়িতে ঘুমাতে পারতেন না। অনেকে হামলার শিকার হয়েছেন। অনেক নেতাকর্মীকে জেল ভোগ করতে হয়েছে। পরে গোলাম রেজা নিজের কৃতকর্মের জন্য জাপা (এরশাদ ) খেকে বহিস্কৃত হন। এরপর তিনি যোগ দেন কাজী জাফর নেতৃত্বাধীন জাতীয় পার্টিতে। তিনি আরও বলেন ‘বর্তমানে গোলাম রেজা জাপা (কাজী জাফর) এর প্রেসিডিয়াম সদস্য। তিনি এখন ২০ দলীয় জোটেরও সদস্য। তার উপস্থিতিতে প্রতিমন্ত্রির সাথে মতবিনিময় সভায় বসার প্রশ্নই ওঠেনা’। আতাউল হক দোলন আরও বলেন এ কারণে শুক্রবার বিকালের মতবিনিময় সভা প্রত্যাখ্যান করে প্রতিবাদ সমবেশের ডাক দেওয়া হয়েছে।