তালা

তালায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের মাঝে অর্থ বিতরণ

By Daily Satkhira

November 17, 2016

তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ৫৫ পরিবারের মাঝে কৃষি, গবাদি পশু ও হাঁস-মুরগী পালনের জন্য ২য় কিস্তির নগদ ৯হাজার টাকা করে বিতরণ করা হয়। বুধবার বিকালে বিকালে ইকো’র অর্থায়নে সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় উত্তরণ এর বাস্তবায়নে জালালপুর গ্রামে সদ্য নির্মিত শহীদ মুক্তিযোদ্ধা আজিজ-সুশীল পল্লীতে উক্ত বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। উত্তরণ পরিচালক শহিদুল ইসলামের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিন। উত্তরণের প্রকল্প সমন্বয়কারী হাসিনা পারভীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফরিদ হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ কবীর হোসেন, জেলা ওয়াকার্স পার্টির সম্পাদক উপাধ্যক্ষ মহিবুল ইসলাম, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক প্রণব ঘোষ বাবলু, কেন্দ্রীয় পানি কমিটির সভাপতি অধ্যক্ষ এবিএম সফিকুল ইসলাম, খেশরা ইউপি চেয়ারম্যান প্রভাষক রাজিব হোসেন রাজু, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, মুক্তিযোদ্ধা সুভাষ সরকার, এম ময়নুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি সরদার মশিয়ার রহমান, সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনাল এর প্রজেক্ট ম্যানেজার সত্যজিৎ রায়, প্রজেক্ট অফিসার উত্তম কুমার চৌধুরী, ট্রেনি দিলশাদ খানম, পারমিতা দত্ত, সারমিন সুলতানা, উত্তরণ এর প্রজেক্ট অফিসার নাজমা আক্তার, উত্তরণের কামরুন্নেছা, সাজ্জাদ হোসেন, শিমুল, হেদায়েতুল্লাহ মুকুল প্রমুখ।