নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা শহরের বড়বাজারে আইসক্রিম ফ্যাক্টরির পাশ্বে তাঁতী লীগের সাইনবোর্ড দিয়ে এক অসহায় বিধবা মহিলার দোকানঘর দখল করে নিয়েছে হেলাল উদ্দিন নামে এক তাঁতী লীগ নেতা। জেলা তাঁতী লীগের সাবেক সভাপতি মীর শাহিন ও মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সাধারণ সম্পাদক হাসান ঈমাম এবং তাঁতী লীগ নেতা ফিরোজের নেতৃত্বে বৃহস্পতিবার বেলা ১২টার দকে এ দখলের ঘটনা ঘটে। এসময় বাঁধা দিতে গেলে তাঁতী লীগ নেতা মীর শাহিন, হাসান ঈমাম ও ফিরোজের নেতৃত্বে সুলতানপুর গ্রামের (খাল ধার) আব্দুল খালেকের ছেলে হেলাল উদ্দিন ও তার সহযোগী রাজু, সাজু বিধবা মহিলা ইাঁগাছা গ্রামের মৃত নুরুল ইসলামের স্ত্রী রহিমা বেগমকে ব্যাপক মারপিট করে। ঠেকাতে গেলে পৌর তাঁতী লীগের সাবেক সাধারন সম্পাদক হোসেন মাহমুদ ক্যাপ্টেনকেও মারপিট করে আহত করা হয়। মারপিটের সময় মীর শাহিন ও হাসান ঈমাম ওই বিধবা মহিলার দ্ইু হাত ধরে রাখে। পরে আহত অবস্থায় ক্যাপ্টেন ও জমির ঘর মালিক রহিমা বেগমকে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত রহিমা বেগম ও হোসেন মাহমুদ ক্যাপ্টেনসহ স্থানীয় দোকানদাররা জানান, ইটাগাছার রহিমা বেগমের প্রানসায়েরের খাল ধারে বড়বাজার আইসক্রিম মিলের পাম্বে মালিকানাধীন একটি ঘর ভাড়া নেয় ওই এলাকার সুলতানপুর গ্রামের তাঁতী লীগ নেতা হেলাল উদ্দিন। কিন্তু বৃহস্পতিবার বিধবা মহিলা ঘরভাড়ার টাকা আনতে গিয়ে দেখে তার ভাড়া দেওয়া ওই ঘরে পৌর তাঁতী লীগের ৪ নং ওয়ার্ড শাখার সাইনবোর্ড ঝুলানো। ভাড়ার টাকা চাইতেই হেলাল উত্তর দিয়ে উঠে ভাড়া হবে না এটা সরকারি খাস জায়গা। এসিল্যান্ড মালিক। তিনি জানিয়ে দিয়েছে জমির মালিক আমরা তুমি ভাড়া দিলে হেলাল তোমাকে উখান থেকে তুলে দেওয়া হবে। এর পর মহিলা ভাড়ার জন্য উচ্চ বাচ্চ করতেই তাঁতী লীগ নেতা মীর শাহিন, হাসান ঈমাম,ফিরোজ ও রাজু সাজুর নেতৃত্বে হেলাল মহিলাকে ও ক্যাপ্টেনকে ব্যাপক মারপিট করে। তাঁতী লীগের সাইবোর্ড দিয়ে ঘর দখলের ঘটনায় সাতক্ষীরা শহর জুড়ে এলাকাবাসীর নিন্দা ও হৈ চৈই পড়ে যায়। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এঘটনায় জেলা তাঁতী লীগের সদস্য সচিবের নিকট জানতে চাইলে তিনি জানান, তাঁতী লীগের সাইন বোর্ড দিয়ে জমি ও দোকান ঘর দখলের বিষয়টি আমি শুনেছি। আমার নিকট ওই বিধবা মহিলা অভিযোগও করেছে। ঘটনা কতখানি সত্য বিষয়টি যাচাই বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। কেউ যদি দলীয় সাইবোর্ড ব্যবহার করে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ও তার সরকারের ভাবমূর্তি ক্ষুণœœ করে তাহলে তার বিরুদ্ধে কঠোর হস্তে ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও জানান সংগঠনের আহবায়ক মোস্তাফিজুর রহমান নাছিমসহ অন্যান্য নেতৃবৃন্দের সাথে বসে আলাপ আলোচনার মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে।