নিজস্ব প্রতিবেদক: “সকল সরকার মিলে যে উন্নয়ন করতে পারেনি তা শেখ হাসিনার সরকার করেছে। শেখ হাসিনার সরকার আছে বলেই প্রতাপনগরের মত প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুতের আলো পৌঁছে গেছে। খুব দ্রুতই প্রতাপনগর ইউনিয়নে শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন হবে। আশাশুনির শেষ প্রান্তের এই ভাঙন কবলিত এলাকার মানুষের মুখে হাসি ফোটানোর জন্য গুচ্ছগ্রাম হয়েছে। এখানে হসপিটাল স্থাপনের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। ইউনিয়ের সকল সড়ক পাকাকরণের কাজও এগিয়ে যাচ্ছে। শুধু আশাশুনি বা সাতক্ষীরা-০৩ নির্বাচনী এলাকা নয়, সমগ্র সাতক্ষীরা জেলায় মেডিকেল কলেজ, বাইপাস সড়ক, বড় বড় সেতু নির্মাণসহ অসংখ্য উন্নয়ন কাজ হয়েছে এবং আগামীতেও হবে। আপনারা আমার সাথে থাকবেন, আওয়ামীলীগের সাথে থাকবেন, জননেত্রী শেখ হাসিনার সাথে থাকবেন, আমি আপনাদের অঞ্চলকে উন্নয়নের অনন্য উচ্চতায় নিয়ে যাব।” বৃহস্পতিবার বিকালে আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের নাকনা গুচ্চগ্রাম প্রকল্পের মাঠে প্রতাপনগর ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তৃতাকালে সাবেক স্বাস্থ্যমন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. আ ফ ম রুহুল হক এমপি এসব কথা বলেন।
প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শেখ জাকির হোসেনের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, সাতক্ষীরা জেলার উন্নয়নের রূপকার ডা. আ ফ ম রুহুল হক এমপি। আপনারা প্রতাপনগরের মানুষ ভাগ্যবান যে তাকে এমপি হিসেবে পেয়েছেন। এর আগে এখানে জামাতের যিনি এমপি ছিলেন তার সময়ে এই অবহেলিত জনপদে কোন উন্নয়নই হয়নি। অথচ ডা. রুহুল হক আপনাদের অঞ্চলে জননেত্রী শেখ হাসিনার আশীর্বাদে একের পর এক উন্নয়ন প্রকল্প সম্পন্ন করেছেন। ডা. রুহুল হক এমপিকে আবারও নির্বাচিত করলে, জননেত্রী শেখ হাসিনার সরকার পুনরায় ক্ষমতায় আসলে নিশ্চয়ই তিনি আবারও মন্ত্রী হবেন। আপনাদের অঞ্চলসহ সমগ্র সাতক্ষীরা জেলার অসমাপ্ত উন্নয়নকে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে সম্পন্ন করে নিতে পারবেন। তাকে নৌকার পক্ষে থাকুন, শেখ হাসিনার পক্ষে থাকুন, ডা. রুহুল হক এর পক্ষে থাকুন। আপনাদের উন্নয়ন অনিবার্য।” এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু। এসময় উপস্থিত ছিলেন পার্শ্ববর্তী বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দসহ স্থানীয় আওয়ামীলীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।