খেলা

চেন্নাইয়ের হারে শীর্ষে সাকিবদের হায়দরাবাদ

By Daily Satkhira

May 04, 2018

শুরুতে চেন্নাই সুপার কিংসকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্তকে মনে হচ্ছিল বুমেরাং। ১৭৭ রানের বড় পুঁজি পেলেও কলকাতাতে আটকাতে পারেনি ধোনির দল। ১৪ বল হাতে রেখেই জিতে গেছে ৬ উইকেটে। কলকাতার জয়ে চেন্নাইকে টপকে শীর্ষে ওঠে গেছে সাকিবদের দল সানরাইজার্স।

৮ ম্যাচে হায়দরাবাদের সংগ্রহ ১২। দ্বিতীয় স্থানে নেমে যাওয়া চেন্নাইয়ের সংগ্রহ ১২ পয়েন্ট হলেও ম্যাচ খেলেছে ৯টি।

টস জিতেই ফিল্ডিং- এবার এমন তত্ত্বেই যেন বিশ্বাসী অধিনায়করা। মাঠ ছোট হওয়ায় শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেননি কলকাতা অধিনায়ক দিনেশ কার্তিক। যদিও তার এমন সিদ্ধান্ত সঠিক বলে মনে হচ্ছিল না চেন্নাইয়ের দারুণ ব্যাটিংয়ে। সব ব্যাটসম্যানই রান পেয়েছেন। উদ্বোধনী জুটিতে শেন ওয়াটসন ও ফাফ দু প্লেসিসের জুটিতে আসে ৪৮ রান। প্লেসিস ২৭ রানে ফিরলে আরও কিছুক্ষণ রানের যোগান দিয়ে ওয়াটসন ফেরেন ৩৬ রানে।

এরপর রায়না ও রাইডু রানের চাকা সচল রেখে ফিরে যান যথাক্রমে ৩১ ও ২১ রানে। অপরাজিত ইনিংস খেলে ঝড় তুলেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ২৫ বলে করেন ৪৩ রান। যাতে ছিল ১টি চার ও ৪টি ছয়। শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ১৭৭ রান তুলে চেন্নাই সুপার কিংস।

জবাবে কলকাতার শুরুটা দুরন্ত ছিল না। ৬৪ রানে ৩ উইকেট হারানো কলকাতাকে জেতান শুবমান গিল ও অধিনায়ক দিনেশ কার্তিক। গিল ৩৬ বলে ঝড়ো ইনিংস খেলেন শেষ পর্যন্ত। ৬ চার ও ২টি ছয়ে ৫৭ রানে ছিলেন অপারজিত। কার্তিক ছিলেন আরও আগ্রাসী। ১৮ বলে ৪৫ রানে অপরাজিত থাকেন। যাতে ছিল ৭টি চার ও ১টি ছয়। এ দুজনের ব্যাটেই ১৭.৪ ওভারে ৪ উইকেটে জয় নিশ্চিত করে কলকাতা।

এই ম্যাচে কলকাতার স্পিন বিভাগই ছিল তাদের মূল অস্ত্র। ১২ ওভারে রান হজম করেছে ৮৯। বিনিময়ে ৫ উইকেট নেন নারিন, পিযুশ চাওলা ও কুলদিপ যাদব। ম্যাচসেরা হন বল হাতে দুই উইকেট ও ব্যাট হাতে ওপেনিংয়ে ৩২ রান করা সুনিল নারিন।