শিক্ষা

৭ শিক্ষার্থী অপহরণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

By Daily Satkhira

May 04, 2018

সাত শিক্ষার্থীকে অপহরণ মামলার আসামি মাদ্রাসা শিক্ষককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার রাত সোয়া ১২টায় জেলার সিংড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক শিক্ষকের নাম আব্দুস ছাত্তারকে (৩০)। আব্দুস ছাত্তার সিংড়া উপজেলার বাঁশবাড়ীয়া গ্রামের আব্দুস সোবাহান সরদারের ছেলে। তিনি নাটোর সদর উপজেলার ভাতুরিয়া এমদাদুল উলুম কওমি মাদ্রাসার শিক্ষক। তার বিরুদ্ধে একই মাদ্রাসার ৭ শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ রয়েছে।

র‌্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্প কমান্ডার মেজর শিবলী মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার রাতের কোনো এক সময়ে আব্দুস সাত্তার মাদ্রাসার সাত শিক্ষার্থীকে নিয়ে পালিয়ে যান। বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয়রা পুলিশকে জানায়। পরে বৃহস্পতিবার সকালে পুলিশ অভিযান চালিয়ে সিংড়া উপজেলার তিরোইল গ্রামের একটি বাড়ি থেকে ওই সাত শিক্ষার্থীকে উদ্ধার করে। তবে আব্দুস সাত্তার পলাতক থাকায় মোবাইল ট্র্যাকিং করে তার অবস্থান শনাক্ত করে তাকে আটক করে র‌্যাব।