ফিচার

সাতক্ষীরায় ২০ হাজার পিস ইয়াবাসহ ৩ জন আটক

By Daily Satkhira

May 04, 2018

সাতক্ষীরায় জননী কুরিয়ার সার্ভিস থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে সাতক্ষীরা শহরের সংগীতা মোড় এলাকার জননী এন্টারপ্রাইজ (কুরিয়ার সার্ভিস) গোডাউন থেকে ২০ হাজার উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা। রাতে অভিযান চালিয়ে ভোমরা ও আলিপুর এলাকা থেকে ইয়াবা চোরাচালানের মূল হোতা সাগরসহ ৩ জনকে আটক করে পুলিশ। আটককৃতদের আদালতের মাধ্যমে রিমান্ডে নেওয়া হবে বলে শুক্রবার সকালে প্রেস ব্রিফিং এ জানিয়েছেন সাতক্ষীরা পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান।

সকাল ১১ টায় পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান আরো জানান, তার তত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মেরিনা আক্তার ও ডিবি’র ওসি আলী আহম্মেদ হাশমীর নেতৃত্বে ডিবি পুলিশ অভিযান চালিয়ে জননী কুরিয়ার সার্ভিসের গোডাউন থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছেন। পুলিশের কাছে খবর থাকে চট্টগ্রাম থেকে কুরিয়ার সর্ভিসের মাধ্যমে ৪টি প্লাস্টিকের বস্তায় জগ, বদনা, ময়লা ফেলার বাস্কেটের মধ্যে ইয়াবার বড় চালান এসেছে। পুলিশ ওত পেতে থাকলে চালান গ্রহণ করতে আসে আব্দুস সাত্তার। পুলিশ এ সময় সাত্তারকে আটক করে। এ সময় তার দেওয়া তথ্য মতে লুকানো ২০ হাজার পিচ ইয়াবা উদ্ধার করে। পরে তার দেওয়া তথ্য রাত সাড়ে ৭টায় ভোমরা এলাকা থেকে নজরুল ইসলামকে ১১৯ পিচ ইয়াবাসহ আটক করা হয়। রাত সাড়ে ৯টায় আলীপুর এলাকা থেকে ইয়াবা আমদানীকারক সাগরকে আটক করে পুলিশ। পুলিশ সুপার আরো জানান, মাদক ব্যবসায়ীরা কয়েকটি থানা মিলে শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলেছে। তারা কক্সবাজার, টেকনাফ ও কক্সবাজার বিভিন্ন মাধ্যম নিয়ে বড় বড় মাদক চোরাচালান করছে। তিনি আরো বলেন, সাতক্ষীরায় মাদকের রুট হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না। প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মেরিনা আক্তার, ডিবি’র ওসি আলী আহম্মেদ হাশমী প্রমুখ।