সাতক্ষীরা

ভোমরা লক্ষিদাঁড়ী সীমান্তে ১০ লাখ টাকাসহ হুন্ডি ব্যবসায়ী মিজান আটক

By Daily Satkhira

May 04, 2018

আসাদুজ্জামান: সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সংলগ্ন লক্ষিদাঁড়ী সীমান্ত পথে ভারত থেকে অধৈপথে হুন্ডির টাকা আনার সময় ১০ লাখ টাকাসহ এক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে সীমান্তের লক্ষ্মীদাঁড়ি জিরোপয়েন্ট থেকে তাকে আটক করা হয়। আটক হুন্ডি ব্যবসায়ীর নাম মিজানুর রহমান (৩০)। তিনি ভোমরা ইউনিয়নের লক্ষিদাঁড়ী গ্রামের ইব্রাহিম গাজির ছেলে। বিজিবির ভোমরা বিওপি কমান্ডার সুবেদার হাবিবুর রহমান জানান, ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে বিপুল পরিমান হুন্ডির টাকা আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে বিজিবির একটি টহল দল ভোমরা স্থলবন্দর সংলগ্ন লক্ষিদাঁড়ী সীমান্তে অভিযান চালায়। এ সময় সীমান্তের জিরো পয়েন্ট থেকে ১০ লাখ হুন্ডির টাকাসহ উক্ত চোরাকারবারীকে আটক করা হয়। তিনি আরো জানান, তার বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুত চলছে। সাতক্ষীরা ৩৩ বিজিবি’র অধিনায়ক লে: কর্ণেল মোস্তাফিজুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।