আশাশুনি

উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই-উঠান বৈঠাকে ডা: রুহুল হক

By Daily Satkhira

May 04, 2018

মোস্তাফিজুর রহমান: বাংলাদেশের এ উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই। জন নেত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকা কালিন সময়ে দেশের যে উন্নয়ন হয়েছে সেটা আমরা বলছি এবং আপনারাও দেখতে পাচ্ছেন। দেশ দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। দেশ নেত্রী যাকে নৌকার মাঝি করে আপনাদের কাছে পাঠাবেন তাকেই আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন। কথা দিচ্ছি নৌকায় যারা থাকবেন তাদের সুখে দু:খে আমার তাদের পাশে থাকবো। আর কয়েক মাস পরে জাতীয় সংসদ নির্বাচন। প্রধান মন্ত্রীর নির্দেশে আমি নৌকার মাঝি হয়ে আপনাদের পাশে এসে দাড়িয়েছি। শেখ হাসিনার মূলমন্ত্র সাধারন মানুষকে নিয়ে। আজ আপনাদের ছেলে মেয়েদের বাড়ি থেকে ডেকে ন্যাশনাল সার্ভিসে কাজ দেওয়া হচ্ছে। সাধারন মানুষদের নিয়ে শেখ হাসিনার যে মমতা আছে এটা তার একটা উদাহরন। ভাল কাজ করার জন্য সদ ইচ্ছাই যথেষ্ট। আশাশুনির প্রায় ৮৫ ভাগ বিদ্যুতায়ন সম্পন্ন হয়েছে। কয়েক মাসের মধ্যেই শতভাগ বিদ্যুতায়নের আওতায় আসবে আশাশুনি। আশাশুনি উপজেলার হাড়িভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে শুক্রবার বিকালে উঠান বৈঠাকে সরকারের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরতে এসব কথা গুলো বলেন সাতক্ষীরা-০৩ আসনের জাতীয় সাংসদ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রালয়ের স্থায়ী কমিটির সভাপতি ডা: আ ফ ম রুহুল হক। প্রান্তিক যুব সংঘের সভাপতি কৃষ্ণপদ সরকারের সভাপতিত্বে এবং সাংবাবিদ অসীম বরুন চক্রবর্তীর পরিচালনায় এসময় বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন এমপি প্রতিনিধি শম্বুজিত মন্ডল, দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মাহাবুবুল আলম খোকন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহা: মোস্তাফিজুর রহমান, উপজেলা শ্রমিকলীগ সভাপতি ঢালী সামছুল আলম, ছাত্রলীগ সভাপতি হুমাইয়ন কবির সুমন, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এম এম সাহেব আলী, যুব মহিলালীগ সভাপতি সীমা সিদ্দিকী প্রমুখ।