বিনোদন

চীনেও ‘বাহুবলী’ একদিনেই ভেঙে ফেলল সমস্ত রেকর্ড!

By Daily Satkhira

May 05, 2018

দক্ষিণী সিনেমা বাহুবলী-২ এর কথা নিশ্চয় মনে আছে সবার। প্রভাস-আনুশকা অভিনীত বাহুবলী-২ সিনেমাটি মুক্তির পর জনপ্রিয়তার একেবারে শিখর পর্যন্ত ছুঁয়েছিল। ছবিটি শুধু ভারতেই নয় বিদেশেও রাজামৌলির ‘বাহুবলী-২: দ্য কনক্লুশন’ বক্স অফিসে কী হারে ব্যবসা করেছিল সে কথা তো প্রায় সকলেরই জানা।

এবার চীনেও মুক্তি পেয়েছে সিনেমাটি। শুক্রবার (৪ মে) ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’ মুক্তি পেয়েছে বিশ্বের বৃহত্তম এদেশটিতে। আর চীনে মুক্তির সঙ্গে সঙ্গেই সমস্ত রেকর্ড ভাঙতে শুরু করেছে প্রভাস-আনুশকার ‘বাহুবলী-২: দ্য কনক্লুশন’।

বাহুবলী-২ চীনে মুক্তির প্রথম দিনেই কত টাকা ব্যবসা করেছে জানেন?

সূত্রের খবর অনুযায়ী, প্রথম দিনেই ১.১৮ মিলিয়ন ডলার ব্যবসা করেছে ব্যবসা করেছে। যা কিনা লাইফটাইম রেকর্ড বলে জানাচ্ছেন ফিল্ম সমালোচকরা। আর মাত্র সকাল ও দুপুরের শো-গুলোর মধ্যেই বাহুবলী-২ এই ব্যবসা করে ফেলেছে বলে জানা গেছে। বিকেলের শোগুলোতে যে বাহুবলীর বক্স অফিস কালেকশন আরো বাড়বে, তা বলাই বাহুল্য। বাহুবলীর এই সাফল্যের কথা টুইট করে জানান, ফিল্ম সমালোচক রমেশ বালা।

উল্লেখ্য, চীনের সর্বমোট ৭ হাজার প্রেক্ষাগৃহে বাহুবলী-২ মুক্তি পেয়েছে। একইভাবে আমির খানের ‘দঙ্গল’ সিনেমাটিও চীনের ৭ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। চীনে ‘দঙ্গল’ সিনেমার বক্স অফিস কালেকশন ছিল প্রায় ১,৩০০ কোটি টাকা। রাজামৌলি বাহুবলী-২ সেই রেকর্ডকেও ভেঙে ফেলবে বলে মনে করা হচ্ছে। চীনে আমির খানের ‘সিক্রেট সুপারস্টার’ অবশ্য ৬ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল।