কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় নিরাপদ ও বিষমুক্ত আম বাজারজাত করনের লক্ষে আম চাষী এবং ব্যবসায়ীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার কলারোয়া উপজেলা কৃষি সম্পসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে নিরাপদ ও বিষমুক্ত আম বাজারজাত করনের লক্ষে সচেতন মূলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। বিশেষ অতিথির বক্তব্য দেন- উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন। এর আগে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মহাসীন আলী। সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ফরমালিন বা রাসায়নীক পদার্থ ব্যবহারের ফলে ২০১৬ সালে রাজশাহী আম ব্যবসায়ী মুনাফা করতে পারেনি বরং তাদের মুলধনসহ ভোক্তাদের মরন ফাদে জড়ানো হয়েছে। বাংলাদেশ তথা বিশ্ব বাজারে রাজশাহীর আম সুস্বাদের কারনে বেশ সুনাম রয়েছে। কিন্তু আম ব্যবসায়ে বেশি মুনাফা করতে গিয়ে বির্পযয় নিয়ে এসছে বিষ ক্রিয়া। যার কারনে রাজশাহীর আম বাজারে এখন চাহিদা কম। যে কারণে সাতক্ষীরার আম ব্যবসায়ীরা সারা দেশব্যাপি বাজারজাত করনে অনেকাংশে এগিয়ে আছে। তাই সাতক্ষীরার আম বাজারের সুনাম নষ্ট না হয় সে জন্য সকল ব্যবসায়ীদের সে দিকে খেয়াল রাখতে হবে। সাতক্ষীরার আম বিষমুক্ত আম, বিশ্ব বাজারে এক নম্বার আম সাতক্ষীরার আম। “বিষমুক্ত আম দেশ ও জাতির সুনাম, ঘরে আসবে অর্থের যোগান” সঠিক সময়ে আম বাজারজাত করণ এবং বিষক্রিয়া থেকে নিজে এবং অপরকে সচেতন করতে সচেষ্ট ভুমিকা রাখবে বলে বক্তব্যে উল্লেখ্য করেন। অনুষ্ঠানে অন্যন্যেদের মধ্যে উপস্থিত ও বক্তব্য দেন কলারোয়া রিপোর্টাস ক্লাবের সহ-সভাপতি জাকির হোসেন, সাংবাদিক আরিফুল হক চৌধুরী, উপ-সহকারী কৃষি অফিসার গোলাম রসুল, তাপস কুমার মজমদার, লুৎফর রহমান, পিপিআই মনিরুল হক, কলারোয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, পৌর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার আলী প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপ-সহকারী কৃষি অফিসার আলহাজ্ব আবুল হাসান।