সাতক্ষীরা

জলাবদ্ধতা নিরসনে দাঁতভাঙা বিল পরিদর্শনে সদর উপজেলা চেয়ারম্যান বাবু

By Daily Satkhira

May 06, 2018

নিজস্ব প্রতিবেদক: দাঁতভাঙা বিলসহ সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা, আলীপুর, ঘোনা, বৈকারী ও কুশখালী ইউনিয়নের জলাবদ্ধতা নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সরেজমিনে বাস্তব পরিস্থিতি দেখতে শুক্রবার দাঁতভাঙা বিল পরিদর্শন করলেন সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু। এসময় তার সাথে ছিলেন সাতক্ষীরা জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী শামসুজ্জামান। উল্লেখ্য, পানি নিষ্কাশনের যথাযথ ব্যবস্থা না থাকায় সদর উপজেলার ভোমরা, আলীপুর, ঘোনা, বৈকারী ও কুশখালী ইউনিয়নের হাজার হাজার বিঘা জমির ফসল বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কারণে ক্ষতিগ্রস্ত হয়। ঘোনা দাঁতভাঙা বিলের খালে একটি স্লুইস গেট নির্মাণের দাবি জানিয়ে আসছেন স্থানীয় কৃষকরা। এ বিলের পানি নিষ্কাশনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে করণীয় নির্ধারণ করতে সরেজমিনে পরিদর্শনে যান উপজেলা চেয়ারম্যান বাবুসহ সাতক্ষীরা জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী শামসুজ্জামান, ঘোনা ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মোশাররফ হোসেন, স্থানীয় ইউপি সদস্য গণেশ চন্দ্র ও মহিবুল্লাহসহ আওয়ামীলীগ নেতৃবৃন্দ।