শিক্ষা

নবারুণ নতুন কেন্দ্রে সুষ্ঠুভাবে জেএসসি পরীক্ষা সম্পন্ন : মহিলা এমপির পরিদর্শণ

By daily satkhira

November 17, 2016

নিজস্ব প্রতিবেদক: কোনো রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে সুষ্ঠু ও শান্তিভাবে নতুন কেন্দ্র নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয়ে সম্পন্ন হয়েছে জেএসসি পরীক্ষা। সাতক্ষীরায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয় পূর্ণাঙ্গ কেন্দ্র হিসেবে স্বীকৃতি পায়। নতুন কেন্দ্রে অনুষ্ঠিত জেএসসি পরীক্ষা চলাকালে জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দীন, জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান সহ প্রশাসনের পদস্থ কর্মকর্তারা পরিদর্শণ করেন। পরিদর্শণ শেষে প্রত্যেকেই কেন্দ্রটির অবকাঠামো, আসন বিন্যাস, নকলমুক্ত নান্দনিক পরিবেশ, কক্ষ পরিদর্শকদের আন্তরিকতা কর্তব্যপরায়নতা ও কর্মকর্তাদের নিবিড় পর্যবেক্ষণে মুগ্ধ হন। সর্বশেষ বৃহস্পতিবার কৃষিশিক্ষা পরীক্ষা চলাকালে কেন্দ্রটির প্রতিষ্ঠাতা সাতক্ষীরার সংরক্ষিত নারী সাংসদ মিসেস রিফাত আমীন পরিদর্শণ শেষে সন্তোষ প্রকাশ করেন। কেন্দ্রটি যাতে আগামীতে এসএসসি পরীক্ষা কেন্দ্র হিসেবে স্বীকৃতি লাভ করতে পারবে সেজন্য আশাবাদ ব্যক্ত করেন। এমপি রিফাত আমীন বলেন, শহরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রটি এ বছর চ্যালেঞ্জ নিয়েই পূর্ণাঙ্গ কেন্দ্র হিসেবে স্বীকৃতি পেয়ে সুনামের সাথে পরীক্ষা সম্পন্ন করেছে। আগামীতে এটি এসএসসি পরীক্ষা কেন্দ্র হিসেবে স্বীকৃতি পাবে। এসএসসি পরীক্ষার্থীরাও সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা দিতে পারবে। তিনি কেন্দ্রটির সাফল্য কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন মহিলা আওয়ামী লীগের নেত্রী ঝরনা খানম, কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক আব্দুল মালেক, বিদ্যালয়ের সভাপতি আমিনুর রহমান উল্লাস, সহকারি কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক আব্দুল জব্বার, হল সুপার ও প্রধান শিক্ষক মোমিনুল ইসলাম, সহকারি হল সুপার ও সিনিয়র শিক্ষক মো. নজিবুল ইসলাম সহ অন্যরা। গত পয়লা নভেম্বর শুরু হয় জেএসসি পরীক্ষা। শেষ হয় ১৭ নভেম্বর। ১২ টি হাইস্কুলের ৭৫৭ জন পরীক্ষায় অংশ গ্রহণ করে।