আন্তর্জাতিক

ভয়ঙ্কর হাওয়াইয়ের আগ্নেয়গিরি, ছড়িয়ে পড়ছে লাভা

By Daily Satkhira

May 06, 2018

ভয়ঙ্কর রূপ নিয়েছে যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের মাউন্ট কিলাউয়া আগ্নেয়গিরি। নতুন করে সেখান থেকে লাভা নির্গত হচ্ছে যা আকাশে ৩০ মিটার (১০০ ফুট) পর্যন্ত ছড়িয়ে পড়ছে। এতে ওই এলাকার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে কর্তৃপক্ষ আগ্নেয়গিরিটি থেকে নতুন করে লাভা নির্গত হওয়ায় কোনো বাসিন্দা সেখানে অবস্থান করলে তাদের দ্রুত সরে যাওয়ার তাগিদ দিয়েছে।

এ ব্যাপারে হাওয়াইয়ের সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, বাতাসে ক্ষতিকারক সালফার ডাই-অক্সাইড (SO2) ছড়িয়ে পড়ছে। এতে কেউ ক্ষতিগ্রস্ত হলে জরুরি সহায়তাকর্মীদের পক্ষে কিছুই করার থাকবে না।

অন্যদিকে গত এক সপ্তাহ ধরে আগ্নেয়গিরিটির আশপাশে অন্তত একশ’ ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এর দক্ষিণ-পূর্বদিকে সবশেষ আঘাত হানা ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পটি নতুন করে কর্তৃপক্ষের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

উল্লেখ্য, প্রশান্ত মহাসাগরীয় দ্বীপটির জনবসতির খুব কাছেই শুরু হওয়া এই অগ্ন্যুৎপাতের কারণে বিপদাপন্ন এক হাজার ৭০০ অধিবাসীকে সেখান থেকে বাধ্যতামূলক সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ।