আশাশুনি ব্যুরো: আশাশুনিতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে ৪জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার বিকাল ৫টার সময় উপজেলার বুধহাটা ইউনিয়নের পঞ্চিম বুধহাটা গ্রামে। এব্যাপারে আমিনুর ইসলাম, আজিজুল ইসলাম, মনিরুল ইসলাম, আক্তারুল ইসলাম ও জামাল উদ্দীন সরদারকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে (যার নং ০১ তারিখ ০৫/০৫/২০১৮)। থানায় লিখিত ইজাহার ও সরেজমিন ঘুরে জানাগেছে, মামলার বাদি বুধহাটা গ্রামের মৃত: মাদার সরদারের পুত্র আব্দুল হাইগংদের ভিটে বাড়ির কিছু জমি আসামি আমিনুর ইসলামগং জবর দখল করে আসছিলেন। ঘটনার দিন আসামিরা জমির নির্ধারিত সিমানা খুটি তুলে দিয়ে আরও কিছু জমি জবর দখলের চেষ্টা করার সময় বাধা দিলে তারা হাইগংদের উপর বাঁশের লাঠি ও লোহার রড নিয়ে অতর্কিতে হামলা চালায়। এঘটনায় বাদির চাচাতো বোন রোকেয়া খুতুন(৩৮) গুরুতর রক্তাক্ত জখম হয়। ঘটনার দিন থেকে রক্তাক্ত জখম রোকেয়া আশাশুনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। আহত আবুল কালাম, আব্দুল হাই ও আব্দুল সালামকে স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। হাসপাতালের বেডে অসুস্থ্য রোকেয়া খাতুন প্রতিবেদককে জানান, আমাকে আসামি পক্ষ বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে তাদের নামে মামলা করলে আমার ভাইদের মিথ্যা মামলায় জড়িয়ে দিবে। উর্দ্ধতন কতৃপক্ষের কাছে বিষয়টি তদন্তপূর্বক আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন ভূক্তভোগি পরিবারটি।