আশাশুনি প্রতিনিধি: সমাজ ভিত্তিক ঝুঁকি হ্রাস (সিবিডিআরআর) কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, মহিলাদের ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পুঁইজালা বি.এম.আর.বি স্কুল মাঠে এ উপকরণ বিতরণ করেন প্রধান অতিথি সাতক্ষীরা সদর ২আসনের সংসদ সদস্য রেডক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান মীর মোস্তাক আহমেদ রবি। পুঁইজালা সিডিওমসি কমিটির সভাপতি দেবব্রত মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির উপ-পরিচালক আফসার উদ্দীন সিদ্দিক, জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক শেখ নুরুল হক, শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, পৌর কাউন্সিলর জোস্যনা আরা, সৈয়দ হায়দার আলী তোতা। এছাড়াও উপস্থিত ছিলেন আতিকুর রহমান, শরীফ খানসহ অনেকে। এসময় পুঁইজালা বি.এম.আর.বি মাধ্যমিক বিদ্যালয়ের ৩৬০জন শিক্ষার্থীদের মাঝে একটি স্কেলবক্স ও একটি করে খাতা বিতরণ করা হয়। এ ছাড়া ৬ষ্ট শ্রেণির ১২০জন শিক্ষার্থীকে একটি স্কুল ব্যাগ দেওয়া হয়। এছাড়া অনুষ্ঠান চলাকালিন সময়ে সদর হাসপাতালের মেডিকেল অফিসার গাইনী ডা. কানিজ ফাতেমা ৬০জন মহিলাকে চিকিৎসা সেবাদেন। এ সব মহিলাদের মাঝে ১১ প্রকার ঔষধ ফ্রি বিতরণ করা হয়।