জাতীয়

নির্বাচন স্থগিতের বিরুদ্ধে বিএনপি প্রার্থীর আবেদন

By Daily Satkhira

May 07, 2018

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করেছেন বিএনপির প্রার্থী হাসান উদ্দিন সরকার।

আজ সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালতে এ আবেদন করা হয়।

বিএনপির আইনজীবী ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান আবেদনের বিষয়ে সাংবাদিকদের নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ দুপুর দুইটার পরে এ আবেদনের ওপর শুনানি হবে।

এর আগে গতকাল রবিবার গাসিক নির্বাচন স্থগিতের নির্দেশ দেন হাইকোর্ট। সিটি করপোরেশনে সাভারের শিমুলিয়া ইউনিয়নের ছয়টি মৌজাকে অন্তর্ভুক্ত করার বৈধতা নিয়ে করা একটি রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আদালতে নির্বাচন স্থগিতের পক্ষে শুনানি করেন আইনজীবী জি এম ইলিয়াস কচি। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, গাজীপুর সিটি করপোরেশনে আগামী ১৫ মে নির্বাচন হওয়ার কথা। ইতোমধ্যে এই নির্বাচনের প্রচার জমেও উঠেছিল।