বগুড়ায় ধানক্ষেতে চার ব্যক্তির গলা কাটা লাশ পাওয়া গেছে। আজ সোমবার সকাল ৯টার দিকে শিবগঞ্জ উপজেলার ডাবইর গ্রামের পাশে স্থানীয়রা লাশ চারটি পড়ে থাকতে দেখেন।
নিহতদের মধ্যে সাবুল ও জাকারিয়া নামের দুজনের পরিচয় জানা গেছে। বাকি দুজনের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয় বাসিন্দা জালাল উদ্দিন জানান, প্রত্যেকের হাত পেছনে বাঁধা এবং গলা কাটা অবস্থায় লাশগুলো পড়ে আছে। তাদের পরনে গেঞ্জি, শার্ট ও প্যান্ট আছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহিদ মাহমুদ খান জানান, লাশগুলো উদ্ধার করার জন্য ঘটনাস্থলে আছে পুলিশ। ঘটনার বিস্তারিত তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
নিহত সাবুলের ভাবি জেবুয়ারা জানান, গতকাল রোববার বিকেলে সাবুল আলিয়ার হাটে দুধ বিক্রি করতে যান। পরে দুধ বিক্রির পর আর বাড়িতে ফেরেননি। আজ সকালে ডাবইর বিলের ধানক্ষেতে স্থানীয়রা চারটি গলা কাটা লাশ দেখতে পান। সেখানে সাবুলের লাশও আছে। সাবুলের বাড়ি কাঠগড়া চকপাড়া এলাকায়।
স্থানীয়রা জানান, নিহত জাকারিয়া পেশায় রংমিস্ত্রি ছিলেন।