খেলা

শেষ প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের জয়

By Daily Satkhira

May 07, 2018

আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচের আগে সফরের দ্বিতীয় ও শেষ চারদিনের প্রস্তুতি ম্যাচে নর্দাম্পটনশায়ারকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে সফরকারী পাকিস্তান।

প্রথম ইনিংসে নর্দাম্পটনশায়ারের ২৫৯ রানের জবাবে আসাদ শফিকের অপরাজিত ১৮৬ রানের সুবাদে ৪২৮ রান সংগ্রহ করে পাকিস্তান। ফলে প্রথম ইনিংস থেকে ১৬৯ রানের লিড পায় পাকিস্তান।

প্রথম ইনিংসে বড় ব্যবধানে পিছিয়ে তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ২৪০ রান তুলেছিলো নর্দাম্পটনশায়ার। শেষ পর্যন্ত ৩০১ রানেই গুটিয়ে যায় তারা। দলের পক্ষে সর্বোচ্চ ১১৮ রান করেন অধিনায়ক রব নিউটন। বল হাতে পাকিস্তানের মোহাম্মদ আব্বাস ও শাহদাব খান ৪টি এবং রাহাত আলী ২ উইকেট নেন।

জয়ের জন্য ১৩৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌছে যায় পাকিস্তান। আজহার আলী ১০ রান করে ফিরলেও, ইমাম-উল-হক ৫৯ ও হারিস সোহেল ৫৫ রানে অপরাজিত থাকেন।

যুক্তরাজ্য সফরে কেন্টের বিপক্ষে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচ ড্র করেছিলো পাকিস্তান। দু’টি ম্যাচ শেষে আগামী ১১ মে থেকে আইরিশদের বিপক্ষে একমাত্র টেস্টটি খেলতে নামবে পাকিস্তান। এ ম্যাচ দিয়েই টেস্ট অভিষেক হবে আয়ারল্যান্ডের।