আন্তর্জাতিক

মাঝ আকাশে মুখোমুখি রুশ-মার্কিন যুদ্ধবিমান

By Daily Satkhira

May 07, 2018

ফের মাঝ আকাশে যুদ্ধের পরিস্থিতি! মাঝ আকাশে মুখোমুখি রাশিয়া এবং মার্কিন যুদ্ধবিমান। জানা গেছে, রাশিয়ার যুদ্ধবিমানগুলো বাল্টিক সাগরের উপর একটি মার্কিন বিমানকে তাড়া করে। আর সেই তাড়া খেয়ে বিমানটিকে উড়ে যেতে বাধ্য হয়। সেই সময় রাশিয়ান যুদ্ধবিমান মার্কিন ওই যুদ্ধবিমানের একাধিকবার পথ আটকানোর চেষ্টা করে বলেও অভিযোগ।

মার্কিন নিউজ চ্যানেল সিএনএন জানিয়েছে, রাশিয়ার সুখোই-২৭ বোমারু-বিমান মার্কিন নৌবাহিনীর একটি পি-এইট গোয়েন্দা বিমানের ওপর অন্তত ১০ মিনিট ধরে নজরদারি চালিয়েছে। এক পর্যায়ে রাশিয়ার ওই যুদ্ধবিমান মার্কিন বিমানটির প্রায় ২০ ফুটের মধ্যে চলে আসে বলেও চাঞ্চল্যকর অভিযোগ।

মার্কিন ওই কর্মকর্তা আরও জানিয়েছে, একই রকমের একটি ঘটনা গত জানুয়ারি মাসেও ঘটেছিল। সে সময় রুশ-বিমান মার্কিন একটি সামরিক জেটকে কৃষ্ণ সাগরের উপরে তাড়া করেছিল।

রিপোর্টে বলা হয়েছে, রুশ বিমান বাহিনীর মাধ্যমে প্রায়ই মার্কিন যুদ্ধ জাহাজ এবং যুদ্ধবিমানের ওপর নজরদারির ঘটনা ঘটছে। এই আচরণকে আন্তর্জাতিক নীতিমালার লঙ্ঘন বলে দাবি করেছেন রুশ কর্মকর্তারা।