আন্তর্জাতিক

ইয়েমেনের প্রেসিডেন্ট কার্যালয়ে হামলা, নিহত ৬

By Daily Satkhira

May 07, 2018

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের প্রেসিডেন্ট কার্যালয় লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে সৌদি জোট। এতে অন্তত ছয় জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। আহত হয়েছেন আরও ৩০ জন।

রবিবার হুতিদের ছোঁড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার পরই সৌদি জোট এ হামলা শুরু করে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সানায় বেশ কয়েকটি বোমা হামলা চালিয়েছে সৌদি জোট। বিদ্রোহী নিয়ন্ত্রিত আল মাসিরাহ টেলিভিশন বিষয়টি নিশ্চিত করেছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তারা পরপর দুটি বিস্ফোরণের ঘটনা শুনেছেন। ওই এলাকায় একটি হোটেল, একটি ব্যাংক এবং বেশ কয়েকটি দোকান রয়েছে। তারা আরও জানায়, ভবনটি হুতি বিদ্রোহীদের প্রশাসনিক কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। আহমেদ দেশাইর নামের এক ব্যক্তি জানায়, আমরা ওই ভবনের পাশেই কাজ করছিলাম। কিন্তু হঠাৎ করে বিস্ফোরণের শব্দ শুনতে পাই।

জানা গেছে, ধ্বংসস্তুপের নিচে অনেকেই আটকে আছেন। তাদের উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দল। ২০১৫ সালে সৌদি নিয়ন্ত্রিত জোট ইয়েমেনে হামলা শুরু করে। সৌদি নিয়ন্ত্রিত সরকারকে পুনরায় ক্ষমতায় ফিরিয়ে আনতে তিনি সৌদি জোট এ হামলা শুরু করে।