নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় রাস্তা পাকা করণ কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে সার্কিট হাউজ সংলগ্ন চৌকিদারের মোড় এলাকায় দৈনিক দৃষ্টিপাতের সম্পাদক জি.এম নূর ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ কাজের ফলক উন্মোচন করেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা সরকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নানামুখী পদক্ষেপ অব্যাহত রেখেছে। সাতক্ষীরা সদর উপজেলার সকল জরাজীর্ণ ও কাঁচা রাস্তা দ্রুত সংস্কার ও পাকা করা হবে। সদর উপজেলা ও পৌরসভার মধ্যে আর কোন মাটির রাস্তা থাকবেনা।’ এলজিইডি’র বাস্তবায়নে আইআরআইডিপি প্রকল্পের এ কাজটি সিটি কলেজ হতে সার্কিট হাউজ পর্যন্ত মোট ৫১৬ মিটার এ কাজের চুক্তিমূল্য ২৭ লক্ষ ২২ হাজার ৮৩৪ টাকা। রাস্তার কাজের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, এলজিইডির নির্বাহী প্রকৌশলী এ.এস.এম শাহেদুর রহিম, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি এড. আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. সাহাদৎ হোসেন, উপজেলা প্রকৌশলী এম জাহাঙ্গীর আলম, পৌর কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর, জ্যোন্সা আরা, জেলা যুবলীগ নেতা মহি আলম, আগরদাড়ী ইউপি চেয়ারম্যান মজনুর রহমান, ঘোনা ইউপি চেয়ারম্যান মোঃ ফজলুর রহমান, সময় টিভির মমতাজ আহমেদ বাপ্পী, দৈনিক কল্যাণ পত্রিকার জেলা প্রতিনিধি কাজী শওকত হোসেন ময়না, জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হুসাইন সুজন, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মিঠুন ব্যানার্জী, আনোয়ার হোসেন মিলন, লিটন মির্জা প্রমুখ।