কে.এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো: দেবহাটা উপজেলার মধ্যে এবছর এসএসসি পরীক্ষার ফলাফলে নাংলা ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয় শীর্ষ স্থান অধিকার করেছে। গত কয়েক দিন আগে সারাদেশে প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে এই রেজাল্ট প্রকাশিত হয়। এবছর নাংলা ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয় থেকে ৬৩ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করেছিল। তার মধ্যে ৬০ জন পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে। তার মধ্যে এ+ পেয়েছে ৩ জন, এ প্রেড পেয়েছে ১৮ জন, এ- পেয়েছে ২৪ জন, বি প্রেড পেয়েছে ১২ জন এবং সি গ্রেড পেয়েছে ৩ জন পরীক্ষার্থী। বিদ্যালয়ের পাশের হার ৯৩.২৩%। এ+ প্রাপ্তরা হলো সোহানা আক্তার (বানিজ্য বিভাগ), সানজিদা সুলতানা (বিজ্ঞান বিভাগ) ও খায়রুল ইসলাম (বিজ্ঞান বিভাগ)। বিদ্যালয়ের এই সাফল্যে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক এনামুল হক বাবলু জানান, বিদ্যালয়ের সকল শিক্ষকদের আন্তরিকতা ও কঠোর মনিটরিং, অভিভাবকদের সাথে সার্বক্ষনিক যোগাযোগ, সর্বপরি সকলের আন্তরিক প্রচেষ্টার ফলে এই অভূতপূর্ব ফলাফল অর্জন সম্ভব হয়েছে। উল্লেখ্য, এবছর জেএসসি পরীক্ষার ফলাফলেও এই প্রতিষ্ঠানটি উপজেলার মধ্যে সেরা নির্বাচিত হয়েছিল।