দেবহাটা

দেবহাটা হাইস্কুল সরকারি হওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আনন্দ র‌্যালি

By Daily Satkhira

May 08, 2018

কে.এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো: দেবহাটা উপজেলা সদরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান উপজেলার বহু পুরাতন স্বনামধন্য বিদ্যাপীঠ দেবহাটা বিবিএমপি ইনষ্টিটিউশান মডেল হাইস্কুল সরকারীকরন হয়েছে। সরকারী হওয়ার আনন্দে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় স্কুল মিলনায়তন থেকে একটি আনন্দ র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। সোমবার এই ঘোষনা হওয়ায় এলাকাবাসী, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের বন্যা দেখা দিয়েছে। আর এজন্য সকলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। সূত্র মতে জানা গেছে, ২০১৬ সালের ২১ জানুয়ারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষনা দিয়েছিলেন যেসব জেলা ও উপজেলায় সরকারী স্কুল ও কলেজ নেই, সেইসব জেলা ও উপজেলার একটি করে বেসরকারী স্কুল কলেজকে সরকারীকরন করা হবে। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ৩৭.০০.০০০০.০৭১.১৮.০০২.১৭-৫৪৮ নং স্মারকে গত ০৭-০৫-২০১৮ তারিখে দেবহাটা উপজেলা সদরের দেবহাটা বিবিএমপি ইনষ্টিটিউশান মডেল হাইস্কুলকে সরকারীকরন করে গেজেট ঘোষনা করে। এই গেজেটে দেবহাটা হাইস্কুলের পাশাপাশি দেশের আরো ১১টি হাইস্কুল সহ মোট ১২ টি হাইস্কুলকে সরকারী তালিকাভুক্ত করে গেজেট ঘোষনা করে। সকল কার্য সম্পন্ন করে সোমবার মন্ত্রনালয় থেকে এই ঘোষনা দিয়ে গেজেট প্রদান করা হয়। উল্লেখ্য, দেবহাটার স্বনামধন্য জমিদার দেবহাটার ১৮ জন জমিদারদের প্রধান ১৮৬৮ সালে প্রতিষ্টিত দেবহাটার টাউনশ্রীপুর পৌরসভার চেয়ারম্যান ফনীভূষন মন্ডল ১৯১৯ সালে সম্পূন্ন নিজের টাকায় উপজেলা সদরের এই স্কুলটি প্রতিষ্টা করেন।