খেলা

নিউজিল্যান্ড সফরের দলে ফিরবেন নাসির-নাফীস?

By daily satkhira

November 18, 2016

অনলাইন ডেস্ক:  একটি পূর্ণাঙ্গ সফরে আগামী ডিসেম্বর-জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। কিউইদের বিপক্ষে এই সফরে তারা খেলবে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। এই সফরের জন্য এরই মধ্যে ২২ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। এই দলে জায়গা হয়নি অলরাউন্ডার নাসির হোসেনের। বিবেচনা করা হয়নি অভিজ্ঞ ওপেনার শাহরিয়ার নাফীসকেও। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ব্যাটহাতে বেশ উজ্জ্বলতা ছড়াচ্ছেন বরিশাল বুলসের হয়ে নাফীস। আর ঢাকা ডায়নামাইটসের হয়ে ভালোই নৈপুণ্য দেখাচ্ছেন নাসির। ব্যাট এবং বলহাতে তিনি দারুণ সাফল্য পাচ্ছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিপিএল) এক সূত্রে জানা গেছে, এবারের বিপিএলে যাঁরা ভালো করছেন, তাঁদের ভালোভাবেই বিবেচনা করা হবে নিউজিল্যান্ড সফরের জন্য। সে ক্ষেত্রে নাফীস ও নাসের নাম আসবে সবার আগে। এই দুজনের পাশাপাশি আলোচনায় আসছে আরেকজনের নাম, ঢাকার ওপেনার মেহেদী মারুফ। তিনিও ব্যাটহাতে বেশ ছন্দে আছেন।তাই গুঞ্জন শোনা যাচ্ছে, নিউজিল্যান্ড সফরের দলে বিবেচনা করা হতে পারে এই তিন ক্রিকেটারকে। বিসিবি সভাপতি নাজমুল হাসানও নাকি এমনই একটা ইঙ্গিত দিয়েছেন। বিসিবি সভাপতি এ ব্যাপারে সাংবাদিকদের বলেন, ‘এবারের বিপিএলে আমাদের দেশীয় ক্রিকেটাররা ভালো করছে। যারা ভালো করছে তাদের মধ্য থেকে কয়েকজনকে দলে নেওয়া যায় কি না এ ব্যাপারে কোচ ও নির্বাচকদের সঙ্গে আমি কথা বলব।’