সাতক্ষীরা

মাহমুদপুরে মুক্তিযোদ্ধা এগ্রো ফিসারীজের উদ্বোধন

By daily satkhira

May 08, 2018

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা সদর উপজেলার মাহমুদপুরের দাঁতভাঙ্গা বিলে মুক্তিযোদ্ধা এগ্রো ফিসারীজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় অতিথি হিসাবে উপস্থিত থেকে ফিসারীজের উদ্বোধন করেন, সাতক্ষীরা জেলা মুুক্তিযোদ্ধা কমান্ডার আবু বকর সিদ্দিক। এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা কমান্ডার হাসানুল ইসলাম, সাবেক উপজেলা কমান্ডার মোহাম্মাদ আলী, মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, রফিকুল ইসলাম, আব্দুল মোমেন, আব্দুল্লাহ শেখ, কার্তিক চন্দ্র সরকার, আব্দুস সাত্তার, আতিয়ার রহমান, সিরাজুল ইসলাম, মাস্টার তৈয়েবুর রহমান, আজিজুল ইসলাম, সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক লায়লা পারভীন সেজুতি, হাসানুজ্জামান, কবির ইসলাম, সুন্দরবন টেক্সটাইলস মিলের অবসর প্রাপ্ত জি এম শফিউল ইসলাম খান, সাবেক কাউন্সিলর মোমিন উল্লাহ মোহন, মোক্তার আলী। এছাড়া এলাকাবাসীর মধ্যে উপস্থিত ছিলেন, সাহাজুদ্দিন আকুন্দি, ইবাদুল সানা, আ: আলিম, রহমত আলী, কওছার আলী, শফিকুল ইসলাম প্রমুখ। বীরমুক্তিযোদ্ধা ও অবসর প্রাপ্ত বিআরডিবি কর্মকর্তা আলহাজ্ব জি এম আব্দুল গফুর ১৪ বিঘা জমির উপর ফিসারীজটি স্থাপন করেছেন। সেখানে ধানের মৌসুমে ধান উৎপাদন করা হবে এবং ধানের মৌসুম শেষ হলে ফিসারীজের কার্যক্রম চলবে। উদ্বোধন শেষে ফিসারীজের প্রতিষ্ঠাতা জি এম আব্দুল গফুর বলেন, মুক্তিযোদ্ধা পরবর্তীতে সময়ে আমি বিআরডিবিতে চাকুরি করতাম। কিন্তু অবসরের পর বড় মেয়ের অনুরোধে আমেরিকা গিয়েছিলাম। যে দেশের জন্য যুদ্ধ করলাম। সেই দেশ ছেড়ে অন্য দেশে কিভাবে থাকবো। তাই আবারো আমার প্রাণের বাংলাদেশের টানে দেশে ফিরে আসি। দেশের মানুষের জন্য আরো কিছু কাজ করার মানষিকতা নিয়েই মুক্তিযোদ্ধা ফিসারীজের পথচলা। আপনাদের দোয়া এবং সহযোগিতায় প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করা হলো। আপনারা পাশে থাকলে প্রতিষ্ঠানটি নিশ্চয় এগিয়ে যাবে।