কালিগঞ্জ

কালিগঞ্জে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উদযাপন

By Daily Satkhira

May 08, 2018

ভ্রাম্যমাণ প্রতিনিধি: কালিগঞ্জে আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ^কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। সোমবার বিকেল ৫ টায় উপজেলা অফিসার্স কল্যাণ কার্যালয়ে উপজেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার ও শিল্পকলা একাডেমীর সভাপতি গোলাম মাঈনউদ্দিন হাসানের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন কালিগঞ্জ কলেজের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক বিশিষ্ট সাহিত্যিক গাজী আজিজুর রহমান। শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সাংবাদিক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী, রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও রোকেয়া মনসুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, বিশিষ্ট সমাজসেবক ও কবি মনজুর লুৎফর রহমান, সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্যসচিব এড. জাফরুল্যাহ কুতুবুদ্দীন ইব্রাহিম, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও কবি প্রাণকৃষ্ণ সরকার, বাংলাদেশ পূজা উদাযাপন পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মিলন কুমার ঘোষ, সহ-সাংগঠনিক সম্পাদক সাংবাদিক অসীত সেন, কাজী আলাউদ্দীন ডিগ্রী কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক রামপ্রসাদ ঘোষ, উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ শাওন আহম্মেদ সোহাগ, উপজেলা শিল্পকলা একাডেমীর সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ। অনুষ্ঠানে রবীন্দ্র সংগীত পরিবেশন ও কবিতা আবৃত্তি করেন চারণকবি বাবর আলী সরদার, সোহরাব হোসেন, কনিকা সরকার, তমালিকা কর্মকার, ইলাদেবী মল্লিক, শান্তি গোপাল চক্রবর্তী, আব্দুর রাজ্জাক, সঞ্জয় সরকার, মনীষ ঘোষ প্রমুখ।