খেলা

টানা চাতুর্থবারের মত ফরাসি কাপ জিতল নেইমারের পিএসজি

By Daily Satkhira

May 09, 2018

ফরাসি ফুটবলের অন্যতম সেরা প্রতিযোগিতা ‘ফরাসি কাপ’ জিতল নেইমারের পিএসজি। এই নিয়ে টানা চতুর্থ এবং সবচেয়ে বেশি ১২ বার এই খেতাব জিতল উনাই এমরির শিষ্যরা।

মঙ্গলবার রাতে লেস হারবিয়েরসকে ২-০ ব্যবধানে হারিয়ে এই জয় হাসিল করেছে পিএসজি।

এর আগে ফরাসি লিগ কাপ এবং লিগ ওয়ানের খেতাব জিতেছে উনাই এমরির দল। পিএসজির হয়ে দু’টি গোল করেন জিওভানি লো সেলসো এবং এডিনসন কাভানি। পায়ে অস্ত্রোপচার সেরে মাঠে ফেরার অপেক্ষায় এদিন ডাগ-আউটে উপস্থিত ছিলেন নেইমার। গ্যালারি থেকে সতীর্থদের উৎসাহ দেন পিএসজির সবচেয়ে নামি ফরোয়ার্ড।

শুরু থেকেই লেস হারবিয়েরসের উপর আক্রমণ জারি রেখেছিল উনাই এমরির শিষ্যরা। খেলার প্রথমার্ধে ১০ এবং ২০ মিনিটে পরপর গোল লক্ষ্য করে নেওয়া লো সেলসোর দু’টি শট পোস্টে লেগে ফেরে। কিন্তু ২৬ মিনিটে আর কোন ভুল করেননি সেলসো। থিয়েগোর বাড়ানো বল বাঁপায়ের শটে বিপক্ষের জালে জড়িয়ে দেন পিএসজির আর্জেন্টাইন মিডফিল্ডার।

ম্যাচের দ্বিতীয়ার্ধে পিএসজির হয়ে দ্বিতীয় গোলটি করেন এডিনসন কাভানি। ডি-বক্সে বিপক্ষ গোলরক্ষক ফাউল করেন কাভানিকে সেখান থেক স্পট কিকে বল হারবিয়েরসের জালে জড়িয়ে দেন পিএসজির এই উরুগুয়ান স্ট্রাইকার।