সাতক্ষীরা

কুশখালি সীমান্তের বিপরীতে নিহত বাংলাদেশী গরু রাখালের লাশ হস্তান্তর

By daily satkhira

November 18, 2016

নিজস্ব প্রতিবেদক: কুশখালি সীমান্তের বিপরীতে ভারতের আমুদিয়ায় বিএসএফএর গুলিতে নিহত বাংলাদেশী গরু রাখাল মোসলেমউদ্দিনের লাশ পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর করেছে ভারতীয় প্রশাসন। শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে কলারোয়া উপজেলার  চারাবাড়ি সীমান্তের জিরো পয়েন্ট এলাকায় এ পতাকা বৈঠকটি অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে এ সময় সেখানে উপস্থিত ছিলেন, ভারতের স¦রুপনগর থানার ওসি শিবশংকর সিংহ, বিএসএফর আমুদিয়া কোম্পানী কমান্ডার বিবেক মিশ্র এবং বাংলাদেশের পক্ষে ছিলেন, সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটালিয়নের তলুইগাছা ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার হুমায়ন কবির, কুশখালী ক্যাম্পের নায়েক সুবেদার মোহাম্মদ আলী, সদর থানার এসআই কামাল ও এস আই মালেক প্রমুখ। বিজিবি জানায়, নিহত বাংলাদেশী গরু রাখাল মোসলেম উদ্দীনের লাশের সকল আইনি প্রক্রিয়া শেষ করে শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে কলারোয় উপজেলার চারাবাড়ি সীমান্ত দিয়ে ভারতীয় বিএসএফর আমুদিয়া কোম্পানী কমান্ডার বিবেক মিশ্র ও স¦রুপনগর থানার ওসি শিবশংকর সিংহ সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটালিয়নের তলুইগাছা ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার হুমায়ন কবির ও সদর থানার এসআই কামাল ও মালেকের কাছে লাশটি হস্তান্তর করেন। বিজিবির ৩৮ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল আরমান হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন। প্রসঙ্গত ঃ সাতক্ষীরার কুশখালি সীমান্তের বিপরীতে ভারতের আমুদিয়ায় বিএসএফএর গুলিতে গত মঙ্গলবার ভোর রাতে বাংলাদেশী গরু রাখাল মোসলেম উদ্দীন নিহত হন। নিহত মোসলেমউদ্দিন সদর উপজেলার পাঁচরকি  গ্রামের জোহর আলির ছেলে।