অনলাইন ডেস্ক: নির্বাচন কমিশনের (ইসি) আবেদনের প্রেক্ষিতে গাজীপুর সিটি নির্বাচনের ওপর স্থগিতাদেশ বাতিল চেয়ে করা আপিল শুনানি পিছিয়ে আগামীকাল বৃহস্পতিবার দিন ধার্য করেছেন আদালত। বুধবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। গাজীপুর সিটি নির্বাচন স্থগিত নিয়ে বিএনপি ও আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর করা আবেদনের ওপর আজ আপিল বিভাগে শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু এদিন সকালে নির্বাচন কমিশনের আইনজীবী মো. ওবায়দুর রহমান (মোস্তফা) আদালতে বলেন, ‘গাজীপুর সিটি নির্বাচন নিয়ে হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে ইসিও আবেদন করবে। সেই লক্ষে একটি আবেদন প্রস্তুতি করা হয়েছে। এ জন্য স্থগিতাদেশ পেছানোর আবেদন জানাচ্ছি।’ এ সময় আদালত ‘নট টুডে’ (আজকে নয়) আদেশ দেন। সাভারের শিমুলিয়া ইউনিয়নের ছয়টি মৌজা গাজীপুর সিটি করপোরেশনে অন্তর্ভুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে ওই ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা এবিএম আজহারুল ইসলাম সুরুজের করা এক রিটে হাইকোর্ট গত রোববার ওই সিটি নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেন।