শ্যামনগর

২০১৮ সালে শ্যামনগরের ৯০ ভাগ মানুষ বিদ্যুৎ সুবিধা পাবে- এমপি জগলুল হায়দার

By Daily Satkhira

May 09, 2018

শ্যামনগর প্রতিনিধি: গতকাল সকাল ১১টায় নকিপুর হরিচরণ সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা পরবর্তী মান উন্নয়ন উন্মুক্ত আলোচন ও কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনায় প্রশ্ন উত্তর পর্বে সাতক্ষীরা-০৪ আসনের এমপি জগলুল হায়দার বিভিন্ন ছাত্র-ছাত্রীদের নানাবিধ প্রশ্নের সরাসরি উত্তর দেন। স্কুলের নবম শেণির ছাত্র তৌফিকের বিদ্যুৎ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে এমপি জগলুল হায়দার বলেন, জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ২০১৮ সালের মধ্যে শ্যামনগর উপজেলার ৯০% মানুষ বিদ্যুৎ সুবিধা পাবে। বাঁকি দশভাগ ২০১৯ সালের মধ্যে সম্পন্ন হবে। বিদ্যুৎ না থাকা সংক্রান্ত এক পশ্নের জবাবে বলেন, প্রতিদিন রাত ও দিনে ২ঘন্টা বিদ্যুৎ থাকবে না। বাঁকি ২২ ঘন্টা কোন অপৃতিকর ঘটনা না ঘটলে বিদ্যুৎ সচল রাখার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। এ ছাড়া এই বিদ্যালয়ের যে সমস্ত খুটি-নাটি অভিযোগ শিক্ষার্থদের মুখ দিয়ে জানতে পারলাম, তা আগামী এব বছরের মধ্যে নিরাশনের জন্য সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষকে নির্দেশ দিচ্ছি। এসময় তিনি তার বক্তব্যে বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার, শিক্ষা বান্ধব সরকার। শিক্ষাকে পৃথিবীর মানচিত্রে আধুনিকায়ন করার জন্য সরকার প্রতিবছর শিক্ষা ক্ষাতে রেকর্ড পরিমার বরাদ্ধ দিচ্ছে। ১লা জানুয়ারিতে ৩৫ কোটি বিনামূল্যের বই শিক্ষার্থীদের হাতে তুলে দিয়েছে। এক সাথে ২৭ হাজারবে- সরকারী প্রাইমারীর ১ লক্ষ ৪ হাজার শিক্ষককে সরকারি করণ করেছে যা বাংলাদেশ নয় পৃথিবীর নজীর বিহীন ঘটনা। মাননীয় প্রধান মন্ত্রীর জন্য আপনারা সবাই দোয়া করবেন। দেশের প্রধান মন্ত্রী শেখ হাসিনা থাকলে নতুন প্রজন্মকে সম্মান সূচক বিশ্ব দরবারে পৌছে দিবে। তাই আগামী নির্বাচনে দল মত ভুলে গিয়ে নৌকা প্রতীকে ভোট দিয়ে জন নেত্রী শেখ হাসিনাকে আবারও প্রধান মন্ত্রী বানানোর জন্য সকলের প্রতি আহবান করছি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. মোহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তম্ময় কুমার সাহা অধ্যক্ষ শ্যামনগর মহাসীন ডিগ্রী কলেজ উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহাসীন উল মুলক, অসীম মৃধা, সহ- সভাপতি শ্যামনগর উপজেলা আওয়ামীলীগ। আবুল কালাম মোঃ রফিকুজ্জামান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, সৈয়দ মান্নান আলী অফিসার ইনচার্জ, শ্যামনগর থানা। মাননীয় সংসদ সদস্যের পি,এস আশরাফ আলীসহ গণ মাধ্যম কর্মিরা।