সাতক্ষীরা

প্রথম আলো চায় তরুণরাই আগামি দিনে একটি সুন্দর রাষ্ট্র, সমাজ বিনির্মাণে ভূমিকা রাখবে

By daily satkhira

November 18, 2016

নিজস্ব প্রতিনিধি: প্রথম আলো বন্ধুসভা প্রথম আলোর একটি সংগঠন। যে সংগঠনের মাধ্যমে প্রথম আলো বিভিন্ন সামাজিক কাজ করে। বিশেষ করে এসিড দগ্ধের পাশে দাঁড়ায়। ছাত্র-ছাত্রীদের মেধা শানিত করতে বিভিন্ন কাজ করে। দুর্যোগে সবার আগে ছুটে যেয়ে দাঁড়ায় অসহায় মানুষের পাশে। বন্ধুসভার সদস্যরা অধিকাংশ বয়সে তরুণ। প্রথম আলো চায় তরুণরাই  আগামি দিনে একটি সুন্দর রাষ্ট্র ও সমাজ  বিনির্মাণে তারাই  ভূমিকা রাখবে। প্রথম আলো বন্ধুসভার ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সাতক্ষীরায় বক্তরা এসব কথা বলেন। দিনব্যাপী নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে সাতক্ষীরা প্রথম আলো অফিসে শুক্রবার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। প্রথম আলো সাতক্ষীরা বন্ধুসভার সভাপতি রাশিদুল ইসলামে সভাপতিত্বে আ

লোচনা সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম,কামরুজ্জামান, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যাানর্জি। আলোচনা সভা শেষে কেককাটা হয়। প্রথম আলো সাতক্ষীরা বন্ধুসভার সাধারণ সম্পাদক উম্মে তামান্নার সঞ্চলনায় দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন ধরণের খেলাধুলা।