আন্তর্জাতিক

বিশ্ব পেয়ে গেছে সবচেয়ে প্রবীণ প্রধানমন্ত্রী

By Daily Satkhira

May 10, 2018

মালয়েশিয়ার ১৪তম সাধারণ নির্বাচনে দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ নেতৃত্বাধীন পাকাতান হারাপানকে জয়ী ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। একই সঙ্গে রীতি অনুযায়ী সরকার গঠনের জন্য মাহাথিরকে আমন্ত্রণ জানিয়েছেন রাজা।

বিবিসি বলছে, মাথাথির মোহাম্মদের বয়স এখন ৯২। মানে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলে তিনি হবে বিশ্বের সবচেয়ে প্রবীণ প্রধানমন্ত্রী হবে মাহাথির।

রাজনৈতিক জোট বারিসান ন্যাশনাল (বিএন)-এর হয়ে ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন মাহাথির। বুধবার নিজের পুরাতন সেই রাজনৈতিক জোটকে হটিয়ে আবারও ক্ষমতায় ফিরছেন তিনি।

মালয়েশিয়ার ১৪তম সাধারণ নির্বাচনে ২২২ আসনে মধ্যে মাহাথির মোহাম্মদের পাকাতান হারাপান জয় পেয়েছে ১১৩টি আসনে। কোনো দল বা জোট ১১২ আসনের সাধারণ সংখ্যাগরিষ্ঠতা পেলেই শাসনক্ষমতায় আসীন হতে পারে।